২৮ এপ্রিল ২০২৪ / ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১:১৪/ রবিবার
এপ্রিল ২৮, ২০২৪ ১:১৪ পূর্বাহ্ণ

গাংনীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

     

মেহেরপুরের গাংনীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত এক ডাকাত নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ২টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের চোঁখতোলা নামক স্থানে এ ঘটনা ঘটে। এসময় পুলিশের দুইজন সদস্য আহত হয়েছেন।
আহতরা হলেন, এসময় গাংনী থানা পুলিশের এসআই বকতিয়ার হোসেন ও কনষ্টেবল আব্দুল হক আহত হন।তারা গাংনী হাসপাতালে চিকিৎসা নিয়ে থানায় ফিরেছেন।
পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি তাজা হাতবোমা, একটি এলজি শার্টারগান,এক রাউন্ড বন্দুকের গুলি, দুইটি দেশীয় অস্ত্র ও ২১ হাত দড়ি উদ্ধার করে।
গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলাধীন চোঁখতালার মাঠ নামক স্থানে একদল ডাকাত সড়কের উপর গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এসময় পুলিশও পাল্টা গুলি করে।
গোলাগুলির এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে অজ্ঞাত এক ডাকাতের গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। আহতবস্থায় তাকে গাংনী থানায় নেয়া হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ওসি আনোয়ার হোসেন আরো জানান, নিহতের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply