২ মে ২০২৪ / ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১:৫১/ বৃহস্পতিবার
মে ২, ২০২৪ ১:৫১ অপরাহ্ণ

সন্ত্রাস, দুর্নীতি ও মাদক মুক্ত হাটহাজারী গড়তে চাই: মাওলানা রুহী

     

ইসলামী ঐক্যজোট মনোনিত প্রার্থী মাওলানা মঈনুদ্দীন রুহী বলেছেন, বাংলাদেশে হাটহাজারী শান্তি প্রিয় জনপদ হিসেবে পরিচিত ছিল। হাটহাজারী এখন সন্ত্রাস ও মাদকে ভরপুর হয়ে গেছে। আমি সন্ত্রাস, দুর্নীতি ও মাদক মুক্ত হাটহাজারী গড়তে চাই।
তিনি আরো বলেন, আমার কোন রাজনৈতিক উচ্চবিলাস নাই আমি হাটহাজারীর জনসাধারণের পক্ষে এবং দেশ ও ইসলামের পক্ষে কাজ করার জন্য নির্বাচনে দাড়িয়েছি। স্বাধীনতার পর হাটহাজারীতে এই প্রথম কোন আলেম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। আশা করি হাটহাজারীর সর্বস্তরের মানুষ আমার প্রতীক, ঐতিহ্যের প্রতীক মিনার মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে তাদের সেবা করার সুযোগ দিবেন।
তিনি  হাটহাজারীতে তার প্রধান নির্বাচনী কার্যালায় উদ্ভোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপরোক্ত কথা বলেন।
দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীর সিনিয়র মুহাদ্দিস আল্লামা আহমদ দিদার সাহেবের সভাপতিত্বে অনুষ্টিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা হাজী মুজাম্মেল হক, মাওলানা হাবীবুল হক বাবু, মাওলানা আলমগীর, হাজী সুলাইমান, মাওলানা আমীন শরীফ, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা আ ন ম আহমদ উল্লাহ, মাওলানা হাফেজ হাবিবুর রহমান হাকিম, ওসমান কাসেমী, আতীক মুহাম্মদ, শহীদুল্লাহ কায়সার প্রমুখ।
সভাপতির বক্তব্যে আল্লামা আহমদ দিদার বলেন, মাওঃ রুহী হাটহাজারীর একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তার পিতা ও দাদা হাটহাজারী মাদরাসার ও হাটহাজারী ওলামায়ে কেরামের আস্থাভাজন ও বিশ্বস্ত ছিলেন। হাটহাজারীর ওলামায়ে কেরামের জন্য তাদের অবধান অনস্বীকার্য। তাই হাটহাজারীর উলামায়ে কেরামের উচিত হবে মাওলানা রুহীর পক্ষে কাজ করা।
আমি হাটহাজারীর সর্বস্তরের ওলামায়ে কেরাম ও জনসাধারণের প্রতি মাওলানা মঈনুদ্দীন রুহীকে মিনার প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য উদাত্ত আহবান জানাচ্ছি।

About The Author

শেয়ার করুনঃ

অবৈধ ব্যাটারী রিকশা বন্ধ না করে প্যাডেল রিকশা বন্ধ করার গভীর ষড়যন্ত্র রুখে দিতে হবে চট্টগ্রাম মহানগরী রিক্সা মালিক চালক ঐক্য পরিষদের এক সভা আজ সন্ধ্যা ৭ টায় লালখান বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনের আহŸায়ক আব্দুল কাদের মজুমদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আমজাদ হোসেন হাজারী। প্রধান বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্টা বাবু টিটু মহাজন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল জাহেদ জসিম, রিকশা মালিক পরিষদের সভাপতি মুহাম্মদ খুরশিদ আলম। সভায় বক্তারা বলেন, প্রশাসন উচ্চ আদালতের রায়কে অমান্য করে অবৈধ ব্যাটারী চালিত রিকশা বন্ধ না করে প্যাডেল রিকশা বন্ধ করার যে পাঁয়তারা চালাচ্ছে তা আগামী দিনে চট্টগ্রাম মহানগরী থেকে রিকশা উচ্ছেদের এক গভীর ষড়যন্ত্র। তাই আগামী দিনে চট্টগ্রাম মহানগরীর রিকশা মালিকদের এক প্রতিনিধি সভার ডাক দিয়ে পরবর্তী আন্দোলনের কর্মসূচি গ্রহণ করে এ ধরণের ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। বক্তারা আরও বলেন, প্রশাসন উচ্চ আদালতের রায়কে অমান্য করে চট্টগ্রাম মহানগরীতে অবৈধ ব্যাটারী চালিত রিকশা চলাচলে পরোক্ষভাবে সহযোগিতা করছে। আগামীতে এধরণের কর্মকাÐ রুখে দিতে আমরা আবারও উচ্চ আদালতের শরণাপন্ন হতে বাধ্য হব। তাই সময় থাকতে এ ধরণের অবৈধ ব্যাটারী চালিত রিকশা বন্ধ করার জন্য প্রশাসনের নিকট উদাত্ত আহŸান জানাচ্ছি। সভায় আরও বক্তব্য রাখেন-মহানগরী রিকশা মালিক পরিষদের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোস্তফা, সাংগঠনিক সম্পাদক তসলিম কোম্পানী, মোঃ করিম কোম্পানী, মোখলেচুর রহমান, সিটি রিকশা মালিক পরিষদের সদস্য মোঃ সোহাগ, মোঃ মহিবুল্লাহ, লিটন দাশ, মুহাম্মদ সোলায়মান প্রমুখ। অবৈধ ব্যাটারী রিকশা বন্ধ না করে প্যাডেল রিকশা বন্ধ করার গভীর ষড়যন্ত্র রুখে দিতে হবে চট্টগ্রাম মহানগরী রিক্সা মালিক চালক ঐক্য পরিষদের এক সভা আজ সন্ধ্যা ৭ টায় লালখান বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনের আহŸায়ক আব্দুল কাদের মজুমদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আমজাদ হোসেন হাজারী। প্রধান বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্টা বাবু টিটু মহাজন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল জাহেদ জসিম, রিকশা মালিক পরিষদের সভাপতি মুহাম্মদ খুরশিদ আলম। সভায় বক্তারা বলেন, প্রশাসন উচ্চ আদালতের রায়কে অমান্য করে অবৈধ ব্যাটারী চালিত রিকশা বন্ধ না করে প্যাডেল রিকশা বন্ধ করার যে পাঁয়তারা চালাচ্ছে তা আগামী দিনে চট্টগ্রাম মহানগরী থেকে রিকশা উচ্ছেদের এক গভীর ষড়যন্ত্র। তাই আগামী দিনে চট্টগ্রাম মহানগরীর রিকশা মালিকদের এক প্রতিনিধি সভার ডাক দিয়ে পরবর্তী আন্দোলনের কর্মসূচি গ্রহণ করে এ ধরণের ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। বক্তারা আরও বলেন, প্রশাসন উচ্চ আদালতের রায়কে অমান্য করে চট্টগ্রাম মহানগরীতে অবৈধ ব্যাটারী চালিত রিকশা চলাচলে পরোক্ষভাবে সহযোগিতা করছে। আগামীতে এধরণের কর্মকাÐ রুখে দিতে আমরা আবারও উচ্চ আদালতের শরণাপন্ন হতে বাধ্য হব। তাই সময় থাকতে এ ধরণের অবৈধ ব্যাটারী চালিত রিকশা বন্ধ করার জন্য প্রশাসনের নিকট উদাত্ত আহŸান জানাচ্ছি। সভায় আরও বক্তব্য রাখেন-মহানগরী রিকশা মালিক পরিষদের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোস্তফা, সাংগঠনিক সম্পাদক তসলিম কোম্পানী, মোঃ করিম কোম্পানী, মোখলেচুর রহমান, সিটি রিকশা মালিক পরিষদের সদস্য মোঃ সোহাগ, মোঃ মহিবুল্লাহ, লিটন দাশ, মুহাম্মদ সোলায়মান প্রমুখ।

Leave a Reply