৫ মে ২০২৪ / ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১১:৩১/ রবিবার
মে ৫, ২০২৪ ১১:৩১ অপরাহ্ণ

রামুতে ইফতার মাহফিলে রিয়াজ উল আলম

     

খালেদ হোসেন টাপু, রামু
কক্সবাজারের রামুতে ইসলামী ব্যাংকের উদ্যোগে ‘সিয়াম, তাকওয়া ও সাদাকাহ’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেছেন, ইসলামী ব্যাংক রামুতে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে গ্রাহক সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি আরো বলেন, ইসলামী ব্যাংকে কর্মরত কর্মচারীদের সততা, স্বচ্ছতা ও সর্বোচ্চ গ্রাহক সেবা দেওয়ার কারণেই ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা বেড়েছে। তিনি আরো বলেন, জাতি, ধর্ম নির্বিশেষে সব মানুষের জন্যই ইসলামী ব্যাংকের সেবা উন্মুক্ত। দেশের চলমান উন্নয়নেও এ ব্যাংক গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
আজ বুধবার (৬ জুন) ব্যাংকের মিলনায়তনে ব্যবস্থাপক হারুনুর রশিদের সভাপতিত্বে ও ম্যানেজার অপারেশন হামিদ উল্লাহর সঞ্চালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
এতে প্রধান আলোচক ছিলেন রামু বাইপাস কেন্দ্রীয় জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা আবদুল হক। বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান আলী হোসেন কোম্পানী, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, জেলা পরিষদ সদস্য নুরুল হক কোম্পানী, রামু বিশিষ্ট শিল্পপতি গিয়াস উদ্দীন কোম্পানী, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি হাজী নুরুল হক, চৌমুহনী বণিক সমিতির সভাপতি রফিকুল আলম চৌধুরী, ফতেখাঁরকুলের সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, কাউয়ারখোপ চেয়ারম্যান মোস্তাক আহমদ। এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চৌমুহনী বণিক সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ ফেরদৌস, কলঘর বালিকা মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা শরিফুল হক, ব্যবসায়ী খোরশেদ আলম, এড. হোসাইন আহমদ আনছারী, ব্যবসায়ী শফিউল্লাহ মনসুর, রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল ইসলাম সেলিম, সাংবাদিক খালেদ হোসেন টাপু ,সোয়েব সাঈদ, জেলা তাঁতীলীগ নেতা মুক্তিযোদ্ধা সন্তান আনসারুল হক ভূট্টো প্রমুখ।
এতে মোনাজাত পরিচালনা করেন রামু অফিসেরচর এমদাদিয়া কাছেমুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি মোর্শেদুল আলম চৌধুরী। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ব্যাংকের ফিল্ড অফিসার এনামুল হক ফারুকী, ইসলামিক সংগীত পরিবেশন করেন ফিল্ড অফিসার জালাল উদ্দীন রুমী।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply