১০ মে ২০২৪ / ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:১৫/ শুক্রবার
মে ১০, ২০২৪ ৮:১৫ অপরাহ্ণ

টুঙ্গিপাড়ায় মাজার জেয়ারতকালে কর্ণফুলী যুবলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার একটা ইতিহাস

     

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ গত ১৪ এপ্রিল (শুক্রবার) বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টুঙ্গিপাড়ার মাজার জেয়ারতকালে বলেন, স্বাধীনতার মহানস্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা ইতিহাস। ’৭১ সালে বঙ্গবন্ধুর নির্দেশে সারা দেশে তরুণ যুবকরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং ৩০ লাখ শহীদের রক্ত ও মান-বোনদের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদশে-ভারত যৌথ বাহিনীর কাছে পাকিস্তান সেনাবাহিনী আত্মসর্মপণ করার মধ্য দিয়ে বাংলাদেশ নামে স্বাধীন রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়। শুধু তা নয় দেশ স্বাধীনের পর প্রথম রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান। তিনি উপ মহাদেশের একজন অন্যতম প্রভাবশালী রাজনৈতিক নেতা ছিলেন। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী যে উন্নয়ন করছেন তার পাশাপাশি যুদ্ধাপরাধীদের শনাক্ত করে বিচারের মাধ্যমে ফাঁসির রায় কার্যকর করায় দেশের মানুষ আজ খুশি। কর্ণফুলী উপজেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ মাজার জেয়ারত ও পুস্পমাল্য অর্পণ শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন, কর্ণফুলী উপজেলা যুবলীগ সভাপতি সোলায়মান তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ সেলিম হক, সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দিন হায়দার, সহ-সভাপতি মো. সেলিম, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম হৃদয়, ওয়াজ উদ্দিন আজাদ, সাংগঠনিক সম্পাদক মো. শহীদ, মো. আলমগীর বাদশা, মির্জা মাহবুব আলম। প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রাশেদ রানা, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন লিটন, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক মো. শহীদুল্লাহ শহীদ, সমাজ কল্যাণ সম্পাদক সাইফুদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান মানিক, ক্রীড়া সম্পাদক এম,রহিম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মনির, উপ- দপ্তর সম্পাদক শাহরিয়ার মাসুদ, উপ- শিক্ষা ও পাঠাগার সম্পাদক ফকরুল ইসলাম জিকু, সংস্কৃতির উপ- সম্পাদক মহি উদ্দিন খোকন, সহ-সম্পাদক কায়সার হামিদ রিটন, নির্বাহী কমিটির সদস্য আনোয়ার সাদ্দাত মোবারক, সেকান্দর বাদশা, সাইফুদ্দিন বিপ্লব, সাইফুল হাসান, মো. আরিফ।
পরে রাতে এক মেজবান অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, টুঙ্গিপাড়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শেখ তজ্জামুল হক টুটুল, সহ-সভাপতি শুক্কুর আহমেদ, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, উপজেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এস,এম জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিএম তৌফিক ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ বদরুল হাসান।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply