২ মে ২০২৪ / ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:১৫/ বৃহস্পতিবার
মে ২, ২০২৪ ৬:১৫ অপরাহ্ণ

টঙ্গীতে আখেরি মোনাজাতে শেষ হলো জোড় ইজতেমা

     

মুহাম্মদ আতিকুর রহমান (আতিক)
আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত ৪দিনের জোড় ইজতেমা।

২০ নভেম্বর সোমবার বিকেলে (আছরের নামাজের পর) বাংলাদেশের মাওলানা মোহাম্মদ যোবায়ের জোর ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করেন।

বিশ্ব ইজতেমার মুরুব্বী গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৭ নভেম্বর শুক্রবার বাদ ফজর মাওলানা রবিউল হকের আম বয়ানের মধ্যে দিয়ে শুরু হয় জোড় ইজতেমা। বিশ্ব ইজতেমা সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে প্রতি বছর টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানে ৫দিনের জোড় ইজতেমার আয়োজন করা হয়। এবারও ৫দিন ব্যাপী জোড় ইজতেমা হওয়ার কথা থাকলেও বিশেষ কারণে এবার তা ৪দিন ব্যাপী হয়েছে। সোমবার আছরের নামাজের পর আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়েছে এবারের জোড় ইজতেমার আনুষ্ঠানিকতা।
তিনি আরো জানান, এবার জোড় ইজতেমায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় পৌনে দুই লাখ মুসল্লী অংশ নেন। সুন্দর ও সফলভাবে এবার জোড় ইজতেমা শেষ হয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply