চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি ও পেশাজীবী নেতা রিয়াজ হায়দার চৌধুরীকে হত্যার প্রচেষ্টার ঘটনায় গ্রেফতার হওয়া দুই আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গ্রেফতার হওয়া দু আসামীর মধ্যে কায়সার হামিদকে দুই দিন এবং শাখাওয়াত হোসেনের এক দিনের রিমাণ্ড  মন্ঞজুর করেন আদালত। রবিবার চট্টগ্রাম মহানগর আদালতের ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ এ আদেশ দেন।
কোতোয়ালি থানা ওসি জসিম উদ্দিন বলেন, দুই আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। রিমান্ড শুনানী শেষে আদালত কায়সারকে দুই দিনের এবং শাখাওয়াতকে একদিনের রিমান্ডে নেয়ার নির্দেশ দেন। আগামী সোমবার সকালে তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হবে।’
প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে রিয়াজ হায়দার চৌধুরীর উপর হামলা চালায় যুবলীগ নামধারী দুই সন্ত্রাসী কায়সার হামিদ ও শাখাওয়াত হোসেন। পুলিশ ঘটনাস্থল থেকেই দু জনকে গ্রেফতার করে। এ ঘটনায় রিয়াজ হায়দার চৌধুরী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
এদিকে সিইউজে’র সভাপতি’র উপর হামলাকারীদের দৃষ্টান্তমুলক বিচার ও মুল হোতাদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষুভ সমাবেশ করেছে চট্টগ্রামের বিক্ষুদ্ধ সাংবাদিক সমাজ। রবিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্টিত হয়। চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম আইনজীবি সমিতির সভাপতি রতন কুমার রায়, পেশাজীবি সমন্বয় পরিষদ চট্টগ্রাম সভাপতি একিউএম সিরাজুল ইসলাম, আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং লি. সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক ইকবাল, বর্তমান যুগ্ম-সম্পাদক চৌধুরী ফরিদ, প্রেস ক্লাব নেতা ম শামসুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার ফজল আহমেদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অঞ্চল চৌধুরী, টিভি জার্নালিস্ট এসোশিয়েশনের যুগ্ম সম্পাদক লতিফা রুনা আনসারী, ছাত্র নেতা ইয়াসির আরাফাত, শফিউল আলম দীপু, পরিবর্তন চট্টগ্রামের আহবায়ক এহসান কুতুবী প্রমুখ। মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি আবুল বাশার, যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন সাকু, সুমন দেবনাথ, ইয়াসির আরাফাত, সাংবাদিক জোবায়ের জুয়েল।
সমাবেশে উপস্থিত ছিলেন সিইউজের সিনিয়র সহসভাপতি রতন কান্তি দেবাশিষ, প্রেসক্লাবের অর্থ সম্পাদক দেবদুলাল ভৌমিক, প্রচার সম্পাদক মিন্টু চৌধুরী, সিনিয়র সাংবাদিক মাখন লাল সরকার, সাংবাদিক নুরুদ্দিন, আবদুর রউফ পাটোয়ারী, বিশ্বজিত পাল, গোলাম সরোয়ার, গোলাম মর্তুজা, চম্পক চক্রবর্তী, চৌধুরী আহসান খুররম, আহসান হাবিুল আলম, এএইচ এম কাউসার, সারোয়ার কামাল,
আজ সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসুচী পালন করবে পেশাজীবি সমন্বয় পরিষদ। 

 

শেয়ার করুনঃ