৪ মে ২০২৪ / ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১১:১৩/ শনিবার
মে ৪, ২০২৪ ১১:১৩ অপরাহ্ণ

সাগর হত্যার প্রধান আসামি আক্কাস কিশোরগঞ্জে গ্রেপ্তার

     

ময়মনসিংহের গৌরীপুরে চুরির অভিযোগে কিশোর সাগরকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি আক্কাস আলীকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার ভোরে কিশোরগঞ্জের ভৈরবের শম্ভুগঞ্জ রেলক্রসিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র‍্যাব-১৪ এর নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে বিকেলে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
সাগরের লাশ মঙ্গলবার দুপুরে একটি মত্স্য প্রজনন কেন্দ্রের কাশবন থেকে উদ্ধার করে পুলিশ। সাগর ময়মনসিংহের নাটকঘরলেন রেলওয়েবস্তির সিহাব উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গাউছিয়া মত্স্য প্রজনন কেন্দ্রের কাশবনে পানির মটর চুরির চেষ্টাকালে সোমবার ভোর ছয়টার দিকে ওই কিশোরকে আটক করে হ্যাচারির মালিক আক্কাছ আলী। এরপর আক্কাছ আলী ও তার লোকজন কিশোরকে গাছে ও সিমেন্টের তৈরি খুঁটিতে বেঁধে প্রহার করতে থাকে। প্রহারের ফলে সে কয়েকবার জ্ঞান হারিয়ে ফেলে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে অটোরিকশায় করে ময়মনসিংহের দিকে নিয়ে যায়। সাহেবকাচারী নামক এলাকায় যেতেই কিশোরের মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply