২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / ভোর ৫:২৯/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৫:২৯ পূর্বাহ্ণ

আনোয়ারা `খোর্দ্দ গহিরা ব্রাইট ফিউচার অরগানাইজেশন’র আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী

     

মোঃ তৌহিদুল ইসলাম

“আপনার রক্তদান,বাঁচাতে পারে একটা প্রাণ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গত সোমবার `খোর্দ্দ গহিরা ব্রাইট ফিউচার অরগানাইজেশন’র আয়োজনে”বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী” অনুষ্ঠিত হয়। খোর্দ্দ গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম বারের মত এ ধরনের কর্মসূচী হাতে নেয় এই সমাজকল্যাণমূলকসংগঠনটি।সকাল ১০:০০টা থেকে আরম্ভ হওয়া কর্মসূচীতে শুরু থেকেই ছিল রক্তের গ্রুপ নির্ণয়ে আগ্রহী শিশু, কিশোর, বয়স্ক নারী-পুরষদের উপচে পড়া ভিড়।

কর্মসূচীতে অন্যান্য মধ্যে রক্তের গ্রুপ নির্ণয় করেন- ৩ নং রায়পুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মোঃ জানে আলম।

আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মাওলানা এনামুল হক এনাম, অত্র প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জামির হোসেন, ৭ নং ওয়ার্ডআওয়ামীলীগ সভাপতি মোঃ  আলী, আনোয়ারা ব্লাড ব্যাংক এর সদস্য নুরুল আবছার সবুজ এবং অনলাইন নিউজ পোর্টাল-প্রিয় রায়পুর,আনোয়ারা নিউজ পোর্টালসহ বিভিন্নসংগঠনের প্রতিনিধিগণ। সামাজিক সচেতনতা বৃদ্ধি ও রক্তদানে উৎসাহ প্রদানের লক্ষে এই ব্যতিক্রমধর্মী ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে বলে জানান সংগঠনের সভাপতিআবু বক্কর সিদ্দীক। কর্মসূচীতে মোট ৪৫০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। যার মধ্যে প্রায় ২০০ জন সেচ্ছায় রক্ত দিতে আগ্রহ প্রকাশ করে। সেচ্ছায় রক্তদানে আগ্রহীদেরনিয়ে একটা রক্তদাতা গ্রুপ গঠন করা হবে জানালেন কর্মসূচীর প্রধান উদ্যোক্তা মোঃ তৌহিদুল ইসলাম। হাটাহাজারী ব্লাড ডোনার্স সোসাইটির ছয়জন (সমর,জনি,এমদাদ,মুহিম,ইফতেখার,হিমেল) সুদক্ষ সদস্য দ্বারা রক্তের গ্রুপ নিরীক্ষার কাজ সম্পন্ন করা হয়।

 

শেয়ার করুনঃ

Leave a Reply