২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৪:৫১/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ৪:৫১ অপরাহ্ণ

৮ সেপ্টেম্বর  বিশ্ব ফিজিওথেরাপি দিবস

     

আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে বাংলাদেশ ফিজিক্যাল  থেরাপি অ্যাসোসিয়েশনের (বিপিএ) উদ্যোগে বাত ব্যথা প্যারালাইসিস ও শারীরিক প্রতিবন্ধিতা প্রতিকার ও প্রতিরোধে প্রধান চিকিৎসা ফিজিওথেরাপি সম্পর্কে জন মানুষের মধ্যে সচেতনতার লক্ষে রাজধানীসহ দেশ ব্যপি  শোভাযাত্রা, প্রচার পত্র বিলি করা, ফ্রি হেলথ ক্যাম্প এর আয়োজন করা হচ্ছে ।

১৯৯৬ সালে স্বীকৃত এই দিবস এর নামকরনের পর থেকে প্রতি বছর বিশ্বব্যপি পালিত হয়ে আসছে । বিপিএ আয়োজিত প্রধান শোভাযাত্রা অনুষ্ঠিত হবে ৮ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার সকাল ১০ ঘটিকায় । শোভাযাত্রাটি জাতীয় জাদুঘর শাহবাগ এর সামনে থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাব এ গিয়ে সংঘিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হবে । উক্ত সমাবেশে মহাখালীতে সরকারি ফিজিওথেরাপি কলেজের নামে বরাদ্দ করা সোয়া পাঁচ একর জমিতে কলেজ বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপসহ ফিজিওথেরাপি কাউন্সিল প্রতিষ্ঠা এবং সরকারি পদ সৃষ্টির  জন্য জোর দাবি জানানো হবে ।

উক্ত শোভাযাত্রায় উপস্থিত থাকবে ফিজিওথেরাপি  চিকিৎসক পেশাজীবী, ছাত্র ছাত্রিসহ আরও অনেকে ।

বিশ্ব ফিজিওথেরাপি দিবস শোভাযাত্রায় আপনার বা আপনাদের উপস্থিতি কাম্য ।

শেয়ার করুনঃ

Leave a Reply