১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৮:২২/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৮:২২ পূর্বাহ্ণ

বাকলিয়ায় পানি বন্দীদের মাঝে মহিউদ্দীন চৌধুরীর পক্ষে চাউল বিতরণ

     

চট্টগ্রাম নগরীর পূর্ব বাকলিয়াস্থ আবদুল লতিফ হাট চান্দগাজী ঈদ ময়দানে চট্টলবীর সন্তান সাবেক সফল মেয়র মহানগর আওয়ামীলীেেগর সভাপতি আলহাজ্ব এ.বি.এম. মহিউদ্দীন চৌধুরীর পক্ষে চাউল বিতরণ করেন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন পূর্ব বাকলিয়া নব গঠিত কমিটির আহবায়ক মো. সেলিম, অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. কামরুল, উক্ত চাউল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক ফরিদ মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন আনন্দ গ্র“পের চেয়ারম্যান হাজী ইউসুফ, বিশেষ অতিথি ছিলেন পূর্ব বাকলিয়া ওয়ার্ডের সাবেক ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দীন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, দানবীর পরিবারের সন্তান রাজনীতিবিদ, সাবেক চাকসু ভিপি মো. ইব্রাহিমের ছোট ভাই, ৯ নং সংসদীয় আসনের (বাকলিয়া কোতোয়ালী) আওয়ামীলীগ নেতা মুহাম্মদ ওসমান গনি, আরো বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামীলীগ সা. সম্পাদক হাবিবুর রহমান, যুবলীগ নেতা আকবর হোসেন, মুজিবুর রহমান, মো. ইসা, মুছা, বাচ্চু, সেলিম, আলম, শহীদ প্রমুখ নেতৃবৃন্দ। আওয়ামীলীগ নেতা মুহাম্মদ ওসমান গনি জানান, বৃহত্তর বাকলিয়ার পানিবন্দী পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। খাদ্য ও বিশুদ্ধ পানির সঙ্কটে বন্যার্তরা সীমাহীন দুর্ভোগের মধ্যে কালাতিপাত করছে। অনেক পরিবার বাড়িঘর ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে। এলাকার বানভাসীর তুলনায় বরাদ্দ অপ্রতুল। দ্রুত বরাদ্দ বৃদ্ধির দাবি জানাচ্ছি। জরুরি ভিত্তিতে বন্যার্তদের মাঝে পর্যাপ্ত ত্রাণ বিতরণের আবেদন জানান তিনি। ৯ নং সংসদীয় আসনের (বাকলিয়া কোতোয়ালী) আওয়ামীলীগ নেতা মুহাম্মদ ওসমান গনি আরো বলেন- ত্রাণ সামগ্রী পৌছিলে জরুরি ভিত্তিতে তা বিতরণের ব্যবস্থা করা হবে। বন্যা পরিস্থিতি সুষ্ঠুভাবে মোকাবেলা করার জন্য সরকার পর্যাপ্ত ত্রাণ পৌঁছে দেয়ার কারণে প্রশাসন থেকে ত্রাণ ও অন্যান্য সাহায্যে বিষয়ে কোন চাপ নেই।
৯ নং সংসদীয় আসনের (বাকলিয়া কোতোয়ালী) আওয়ামীলীগ নেতা মুহাম্মদ ওসমান গনি নিজে দুর্গত এলাকা পরিদর্শন করে বন্যার্তদের ত্রাণ সহায়তা নিশ্চিত হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। অবহেলিত বৃহত্তর বাকলিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করার জন্য সরকার ও মেয়রের সুদৃষ্টি কামনা করছি। বৃহত্তর বাকলিয়ার স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের বেতন ভাতা ৬ মাসের জন্য স্থগিত করার অনুরোধ জানান।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply