২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ২:৪৮/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ২:৪৮ অপরাহ্ণ

সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়কালে বক্তারা ডা. শেখ শফিউল আজম চট্টগ্রামের চিকিৎসক সমাজের ধ্রুবতারা

     

 

কিছু মানুষ নিজের মেধা ও যোগ্যতায় প্রাপ্তি এবং প্রত্যাশার বাইরে গিয়েও নানা আঙ্গিকে সফলতার শিকড়ে উঠে। যার যোগ্যতা ও মেধা সমন্বয় ঘটে তাকে কখনো প্রতিবন্ধকতা দিয়ে আটকে রাখা যায় না। তেমনি একজন মেধাবী, যোগ্যতাসম্পন্ন, তীক্ষ্ম বুদ্ধির অধিকারী, সৎ ও সাহসী নেতৃত্বের প্রতীক ডা. শেখ শফিউল আজম। তিনি একাধারে একজন স্বনামধন্য চিকিৎসক, রাজনীতিবিদ, সমাজব্যক্তিত্ব, আইনজীবী, দানবীর ও মানবহিতৈষী। বহুগুণে গুনান্বিত বহুমাত্রিক প্রতিভার অধিকারী ডা. শেখ শফিউল আজম চট্টগ্রামের চিকিৎসক সমাজের ধ্রুবতারা। নব-নির্বাচিত বিএমএ কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি ডা. শেখ শফিউল আজমের সাথে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎকালে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন।

জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নযাত্রা ডিজিটাল বাংলাদেশের একমাত্র প্রচারমূলক জাতীয় সংগঠন ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের নেতৃবৃন্দ ১৩ ফেব্রুয়ারী বিকাল ৫টায় নগরীর আন্দরকিল্লাস্থ জেমিসন রেডক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের সেমিনার হলে চট্টগ্রামের কৃতি সন্তান, বরেণ্য চিকিৎসক ও রাজনীতিবিদ ডা. শেখ শফিউল আজম বিএমএ কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা বোর্ডের সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহবুব জামান বুলু। সংগঠনের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মোঃ জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের প্রতিষ্ঠাতা ও ডিজিটাল বাংলাদেশের একমাত্র প্রচারক স.ম. জিয়াউর রহমান। মতবিনিময়কালে প্রধান অতিথি’র বক্তব্যে মাহবুব জামান বুলু আরো বলেন, বর্তমানে বাংলাদেশ শেখ হাসিনার হাত ধরে উন্নয়নের পথ ধরে এগিয়ে চলেছে। যোগ্য নেতৃত্ব বাংলাদেশকে অনেকদূর এগিয়ে নেবে। তিনি আরো বলেন, ডা. শেখ শফিউল আজমের মত সাহসী নেতৃত্ব চট্টগ্রামের চিকিৎসা উন্নয়নে এবং সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের কর্মকর্তা প্রকৌশলী টি. কে সিকদার, প্রকৌশলী সঞ্চয় কুমার দাশ, সুভাষ চৌধুরী টাংকু, মোস্তাফিজুর রহমান মানিক, কাজী সাইফুল ইসলাম, শেখ মোঃ আব্দুল্লাহ শেখাব, জান্নাতুল ফেরদৌস সোনিয়া, সেলিম উদ্দিন ডিবলু প্রমুখ। মতবিনিময় সভার শুরুতে সংগঠনের পক্ষ থেকে ডা. শেখ শফিউল আজমকে সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply