২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:৩৫/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ৬:৩৫ অপরাহ্ণ

হাটহাজারী উপজেলা বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত অবিলম্বে সংসদ ভেঙ্গে দিয়ে নতুন নির্বাচন দিন-মীর নাছির

     

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী, মেয়র ও রাষ্ট্রদূত মীর মোহাম্মদ নাছির উদ্দীন বলেছেন, সংবিধানের অভিভাবক সুপ্রিম কোর্টকে নিয়ে আওয়ামীলীগ নেতা ও সরকারি মন্ত্রীদের লাগামহীন শিষ্টাচার বর্জিত বক্তব্য জাতিকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। অতীতে আদালত প্রাঙ্গণে লাঠি মিছিল ও প্রধান বিচারপতির দরজায় লাতি মারামত আওয়ামীলীগ নেতাকর্মীদের জঘন্য কর্মকাণ্ডের পরও অপরাধীরা শাস্তি পাওয়ার পরিবর্তে পুরস্কৃত হওয়ায় এবার আরও পেরোওয়া হয়ে উঠেছে। দেশের নিু আদালত থেকে শুরু করে সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্ট, আইনজীবি কিংবা বিচারক সংবাদপত্র কিংবা সাংবাদিক শিক্ষক কি শিক্ষা প্রতিষ্ঠান, ইমাম বা মোয়াজ্জিন, মজদুর কিংবা মসলিশ, ব্যবসায়ী শ্রমজীবি, পেশাজীবী কারো মান-মর্যাদা, ইজ্জত-আব্র“, জীবন-জীবিকা, আওয়ামীলীগের হাতে নিরাপদ নয় বলে উল্লেখ করে তিনি বলেন, প্রকৃত পক্ষে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বই এই সরকারের হাতে নিরাপদ নয়। তাই প্রকৃত দেশপ্রেমিক জনগণের সরকার প্রতিষ্ঠা করতে বিনা ভোটের বর্তমান সংসদ অবিলম্বে ভেঙ্গে দিয়ে নতুন নির্বাচন দেওয়ার দাবি জানান মীর নাছির।
তিনি আজ বিকেলে চট্টশ্বরী রোডস্থ তাঁর বাসভবন ডালিয়া কুঞ্জে হাটহাজারী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ’র সভাপতিত্বে ও সদস্য সচিব সোলায়মান মঞ্জুর পরিচালনায় কর্মী সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আইয়ুব খান, মুসলিম উদ্দিন চৌধুরী, এড. সৈয়দ ফোরকান আহমদ, শিকারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট মোহাম্মদ ইসহাক সাধারণ সম্পাদক মুহাম্মদ নুর খান, দক্ষিণ পাহাড়াতলী বিএনপির সভাপতি গাজী মোঃ ইউসুফ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী মঞ্জু, ফতেপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সাইফুল যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, মেখল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজল বারী তালুকদার সদস্য সচিব জাহাঙ্গীর আলম, মাদ্শা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম মফিজ সাধারণ সম্পাদক আকতার হোসেন বাদল, গড়দোয়ারা ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল আলম বাবু, সিনিয়র সহ-সভাপতি দৌলত শরীফ, বুড়িশ্চর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর মেম্বার, ফখরুল হাসান, কাজী আকতার হোসেন বাদল, চিপাতলী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, দক্ষিণ মার্দাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল হাসান, ধলই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহেদ উদ্দিন বিপ্লব, চিকনদন্ডী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন হাকিম, গুমানমর্দ্দন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জামাল উদ্দিন খোকা, যুগ্ম আহ্বায়ক মোঃ হোসেন মেম্বার, ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন খোকান, মির্জাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মহিউদ্দিন, উপজেলা যুবদল সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিমুল, উপজেলা কৃষক দলের সভাপতি জাহেদ উদ্দিন বিপ্লব, উপজেলা জাসাস সভাপতি খোরশেদ আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ ইয়াছিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল কবির তালুকদার, সদস্য সচিব ওয়াহিদুর রহমান টিটু সহ উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের প্রতিনিধি বৃন্দ বক্তব্য রাখেন।
মীর নাছির বলেন, শেখ হাসিনা আইন শৃঙ্খলা বাহিনীর বন্ধুকের জোরে ক্ষমতায় আকড়ে আছে জনগণের সমর্থনে নয়, তাই বর্তমান সরকার লাঠিয়ার বাহিনীর সরকার। তারা জঙ্গিবাদকে পুঁজি করে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার চক্রান্ত করছে। জঙ্গিবাদের ধোঁয়া তুলে বাংলাদেশের মানুষের প্রাণের দাবি একটি নিরপক্ষ প্রশাসনের অধীনে সকলের অংশগ্রহণে জাতীয় নির্বাচনকে আড়াল করা যাবে না। বেগম জিয়া, তারেক রহমান ও বিএনপির নেতৃত্বের উপর বাংলাদেশের জনগণের অগাধ আস্থা রয়েছে। এই দেশকে শান্তিতে ও উন্নয়নে এগিয়ে নিতে বেগম জিয়ার নেতৃত্বে দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই বলে উল্লেখ করে মীর নাছির বলেন, সরকার জঙ্গিবাদ দমনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে জনগণের দৃষ্টি অন্যদিকে প্রবাহিত করতে ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রাস্তায় অবস্থান নিয়েছে আওয়ামী লীগের কর্মীরা। বাংলাদেশের মানুষ এই রায় মেনে নিয়েছে । অবিলম্বে সংসদ ভেঙ্গে জাতীয় নির্বাচন দেয়ার কোন বিকল্প নেই।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply