২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / দুপুর ১:৫৪/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ১:৫৪ অপরাহ্ণ

জাতীয় শোক দিবসে ওয়েস্ট মিডলসেক্স আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাউথঅল, (যুক্তরাজ্য) এর উদ্যোগে উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত

     

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি , স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদৎ বার্যিকী ও জাতিয় শোকদিবস উপলক্ষ্যে “ওয়েস্ট মিডলসেক্স আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ” সাউথঅল – যুক্তরাজ্য শাখার  উদ্যোগে অনুষ্টিত হয়।  গত  রবিবার  যুক্তরাজ্যের সাউথ হলের লন্ডন টাইগার্স ক্লাব হলে সভাপতি কেমিষ্ট খন্দকার আব্দুর রহমানের সভাপতিত্বে এবং  সাংগঠনিক সম্পাদক-শামীম আল মামুন এর পরিচালনায় এক শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব ফয়েজ খান  তৌহিদ, প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক- ইঞ্জিনিয়ার শামসুল ইসলাম বাচ্চু , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মনিরুজ্জামান মিনা, সাংগঠনিক সম্পাদক-জামিল আহমেদ রাসেল, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক-মোঃ রীপন আহমেদ, ফজলু মিয়া, লন্ডন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-মাহফুজ আহমদ চৌধুরী (শহিদ),
,বিশেষ অতিথি- ওয়েস্ট মিডলসেক্স আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা জনাব মোঃ নূরুল ইসলাম। আলোচনা সভা ও দোয়া মাহফিযে আরো উপস্থিত ছিলেন সভায় এছাড়াও উপস্থিত ছিলেন ওয়েস্ট মিডলসেক্স আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাউথঅল, (যুক্তরাজ্য)শাখার সাংগঠনিক সম্পাদক–জনাব হেলাল উদ্দীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক–জনাব শাহা আলম, সদস্য—জনাব ফরমান আলী ,  আরফানউদ্দীন, সিরাজ, ম.মনির, ম. আজাদ, নূরুল হাসান, তানভীর সিদ্দিকী, আরমান, ছাব্বির, জনাবা ফারহানা সুলতানা, জনাবা নার্গিস রহমান, জনাবা আফরোজা আন্নি প্রমুখ সহ যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ওয়েস্ট মিডলসেক্স শাখা, যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অংগ সংগঠনের নেতা- কর্মী বৃন্দ  । আলোচনা সভায় ১৫ই আগস্টে নির্মমভাবে  নিহতদের স্মরণের ১ মিনিন্ট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। আলোচনা সভায় সকল বক্তাই বঙ্গবন্ধুর হত্যাকারী যারা এখনো অনেক দেশে লুকিয়ে আছে , দ্রুত এদের কে বাংলাদেশে নিয়ে গিয়ে ফাসি কার্যকরের আহবান জানান ও  বঙ্গবন্ধুর জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন । অনুষ্ঠানে পবিএ কোরয়ান থেকে তেলাওয়াত করে বঙ্গবন্ধু সহ সকল শহিদদের বিদেহী আত্তার প্রতি বিশেষ দোয়া প্রার্থনা করেন সংগঠনের্ সম্মানিত সদস্য জনাব মোঃ মনিরুজ্জামান মনির৷

শেয়ার করুনঃ

Leave a Reply