২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / দুপুর ২:২৭/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ২:২৭ অপরাহ্ণ

বিএইচএ’র ২য় বর্ষ পূর্তি অনুষ্ঠান সম্পন্ন

     

 

স্বেচ্ছায় সমাজ সেবাকর্ম সম্পাদনকারী সংগঠন, বাংলাদেশ হিউম্যানিটি অ্যাসোসিয়েশন বিএইচএ তাদের ২য় বর্ষ পূর্তি অনুষ্ঠান গত ১৮ আগষ্ট নগরীর জিয়া স্মৃতি জাদুঘরে সেমিনার হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অপু নন্দী’র সভাপতিত্বে ও ঢাকা শাখার সদস্য আরাকাতুল ইসলাম আকিবের ও সানজিদা নূর নিলা’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জেলা সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক বন্দনা দাশ। অতিথি হিসাবে সভায় বক্তব্য রাখেন লেখক খন রঞ্জন রায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক মহিউদ্দীন মাহিম, মানবাধিকার সংগঠক সনজয় বড়–য়া, বৃহত্তর সিলেট প্রতিনিধি রহমত খান মনু প্রমূখ। সভায় সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের বার্ষিক প্রতিবেদনে বিগত দুই বছরে সারাদেশব্যাপী পরিচালিত মানব তিতৈষী সেবাকর্ম সম্ভাব্য সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন।

সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক বন্দনা দাশ বলেন- চট্টগ্রামে নিবন্ধিত অনেক সংগঠন যেখানে জনহিতকর কোন কাজ করে না, যেখানে বিএইচএ’র তরুণ বন্ধুরা নিবন্ধন ছাড়াই দেশব্যাপী মানবকল্যাণকর নানাবিধ সেবাকর্ম পরিচালনা করছে। যা সমাজ সেবা অধিদপ্তরকে পুলিকিত করছে। সমাজের মানবিক দায়িত্ব বোধের অবিচ্ছেদ্য অংশ হিসাবে বিএইচএ আর্ভিভূত হয়েছে। তিনি দেশব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা সংগঠনের সকল সদস্যের আন্তরিক ধন্যবাদ জানান। শেষে ২য় বর্ষপূর্তির কেক কেটে সদস্যরা আনন্দ আয়োজন উদযাপন করেন।

শেয়ার করুনঃ

Leave a Reply