২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১:১২/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ১:১২ পূর্বাহ্ণ

রাউজান লেলাংগারায় রাস্তা সংস্কারের বিষয়ে তরুণ যুব সমাজের সাথে ইউপি চেয়ারম্যানের বৈঠক অনুষ্ঠিত

     

 

রাউজান থানাধীন ৬ নং বিনাজুরী ইউনিয়নে লেলাংগারা গ্রামের প্রধান সড়ক সংস্কার বিষয়ে ২য় দফা বৈঠক পূর্বের নিধারিত সময় অনুযায়ী এলাকার তরুন যুব সমাজের উদ্যোগে শুক্রবার বিকাল ৫ টায় লেলাংগারা কেন্দ্রিয় জামে মসজিদ চত্বরে অনুষ্টিত হয়। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং বিনাজুরী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম কামরুল ইসলাম বাচ্চু ও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা মোঃ আলমগির। এলাকার মুরুব্বি, সামাজিক ব্যক্তিত্ব, শিক্ষক, ছাত্র, ব্যবসায়ী থেকে শুরু করে সর্বস্তরের জনগণ উপস্থিতিতে উক্ত বৈঠক অনুষ্টিত হয়। এই বর্ষা মৌসুমে প্রচুর বৃষ্টিপাতের ফলে ৫ বার বন্যা হওয়ায় বর্তমান এলাকার ঐ রাস্তাটির বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। এটা গ্রামবাসীর চলাচলের একমাত্র রাস্তা হওয়ায় উক্ত বিষয়টি সমাধানে এলাকা বাসির অনুরোধে রাস্তাটা যেন ৩/৪ ফুট উচু করে স্থায়ী সমধান করা হয় এই বিষয়ে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে আধুনিক রাউজানের রুপকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে রেল মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান জননেতা এবিএম ফজলে করিম চৌধুরী এম পি মহোদয়কে জানানোর জন্য অনুরোধ করেন। উক্ত বৈঠকে ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুল ইসলাম বাচ্চু তাঁর বক্তব্যে ঐ রাস্তার বিষয়ে তার ব্যাক্তিগত পক্ষ থেকে সর্বাধিক সহযোগিতা থাকবে বলে জানান এবং তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে রাস্তা সংস্কারের জন্য আপাদত ১০,০০০/- (দশ হাজার) টাকা অনুদান দেওয়ার ঘোষনা দেন। বৈঠকে এলাকাবাসীর পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম কামরুল ইসলাম বাচ্চুকে ধন্যবাদ জানান।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply