২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১০:৩৯/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ১০:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-১০ আসন: আগারগাঁও থেকে ইসির নজরে রাখছেন

     

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনের ভোট পরিস্থিতি ঢাকায় বসে সিসিটিভি ক্যামেরায় পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (৩০ জুলাই) সকাল ৮টায় পৌনে পাঁচ লাখ ভোটারের ১৫৬টি ভোটকেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিলনায়তনে সিসিটিভি মনিটরিং কন্ট্রোল রুম থেকে সরাসরি ভোট গ্রহণ পর্যবেক্ষণ করছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান ও রাশেদা সুলতানা।

ইসি জানায়, দেড় হাজারেরও বেশি সিসি ক্যামেরা রাখা হয়েছে নির্বাচনী এলাকায়। প্রতিটি ভোট কক্ষে একটি করে আর কেন্দ্র প্রতি দুটি করে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে।

জানা গেছে, ভোটকেন্দ্রের সংখ্যা ১৫৬টি। ভোট কক্ষ রয়েছে ১ হাজার ২৫১টি। ১ হাজার ৫৬৩টি ক্যামেরার মাধ্যমে নির্বাচন মনিটরিং করা হচ্ছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply