২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:০১/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৪:০১ পূর্বাহ্ণ

বিজিবি ও মাদক কারবারির মধ্যে গোলাগুলি ২ লাখ পিস ইয়াবা উদ্ধার

     

টেকনাফ প্রতিনিধি

টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মাদক কারবারির মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। ১৭ মার্চ শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার শশ্মানঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি। 

 লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, শুক্রবার রাতে মিয়ানমার থেকে বাংলাদেশে মাদকের একটি চালান পাচারের খবরে বিজিবির হ্নীলা বিওপির একটি টহল দল অভিযান চালায়। মাদক কারবারিরা নৌকা করে নাফ নদীর শূন্য রেখা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের সময় থামার সংকেত দিলে বিজিবির টহল দলকে লক্ষ্য করে মাদক কারবারিরা গুলি ছোঁড়ে। তখন বিজিবি’ পাল্টা গুলিবর্ষণ করলে নৌকা নিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

বিজিবির এ কর্মকর্তা আরও বলেন, ঘটনাস্থল তল্লাশি করে মাদক কারবারিদের ফেলে যাওয়া দু’টি বস্তা থেকে ২ লাখ উদ্ধার করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply