২৪ মার্চ ২০২৩ / ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ / দুপুর ২:২৭/ শুক্রবার
মার্চ ২৪, ২০২৩ ২:২৭ অপরাহ্ণ

রাজাপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

     

 

রাজাপুর প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে পালিত হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন। শুক্রবার (১৭ মার্চ) এ উপলক্ষে পাশাপাশি পালিত হয় জাতীয় শিশু দিবসও। উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সদস্য ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) সাংসদ আলহাজ্ব বজলুল হক হারুন এমপি। উপজেলা পরিষদ অডিটরিয়মে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সঞ্জিব কুমার বিশ্বাস, জেলা আ’লীগ নেতা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, সহকারি পুলিশ সুপার মাসুদ রানা, সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম বারি খান, সহকারি কমিশনার ফারজানা ববি মিতু, মহিলা ভাইস চেয়ারম্যন ও উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আফরোজা আক্তার লাইজু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খলিফা, এমপি পুত্র মোঃ নাহিয়ান হারুন ও মোঃ মাহির হারুন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ আওয়ামী লীগ ও এর ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

Leave a Reply