২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১১:৫০/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ১১:৫০ পূর্বাহ্ণ

পরৈকোড়া হরিমন্দিরের দোল উৎসবের ১২০তম বছর উদযাপিত

     

আনোয়ারা উপজেলার পরৈকোড়া শ্রীশ্রীহরি মন্দির প্রাঙ্গণে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা ও শ্রীশ্রী হরিমন্দিরের ১২০ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে ৬ মার্চ সোমবার দিনব্যাপী রালী, সমবেত গীতাপাঠ, বিকেলে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, গোধূলী লগ্নে শ্রী কৃষ্ণপদ গোস্বামীর পৌরহিত্যে এবং বিশিষ্ট অধিবাস কির্তনিয়া শ্রী বিপ্লব চক্রবর্তীর পরিচালনায় অধিবাস কীর্তন অনুষ্ঠিত হয় । এর পর শ্রীশ্রী হরি মন্দিরের সভাপতি শ্রী রিমন চক্রবর্তীর সভাপতিত্বে, অর্থ সম্পাদক শ্রী কাঞ্চন চক্রবর্তীর সঞ্চালনায়, মঙ্গল প্রদীপ জ্বালিয়ে মহতী ধর্মসন্মেলনের শুভ উদ্ভোধন করেন শ্রী বিজয় চক্রবর্ত্তী (শাওন)।আর্শিবাদক ছিলেন ধর্মীয় মঠ মন্দিরের পোষ্টপোষক এড তপন কান্তি দাশ। স্বাগত বক্তব্য রাখেন মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী হারাধন দাশ। প্রধান অতিথি ছিলেন শ্রী রাজু কুমার শীল, প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী শ্রী সুমন চক্রবর্ত্তী । আরও বক্তব্য রাখেন মাস্টার উজ্জল কান্তি দাশ, বাগীশিক দক্ষিণ জেলার সভাপতি মাস্টার দেবাশীষ দ্ত্ত (ক্রেডিট), মাস্টার শম্ভুনাথ চক্রবর্ত্তী, শ্রী শ্যামল দাশ,সুনীল দাশ আকাশ শ্রী সঞ্জীব বোস, ডা. নীলকান্ত দাশ (বিশু), প্রমুখ।
৭ মার্চ মহোৎসব ও প্রাসাদ বিতরন ।৮ মার্চ ভোর বলায় দোল উৎসব সমাপনী করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply