২৪ মার্চ ২০২৩ / ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ / বিকাল ৪:২৩/ শুক্রবার
মার্চ ২৪, ২০২৩ ৪:২৩ অপরাহ্ণ

চীনের নতুন প্রধানমন্ত্রী লি কিয়াং

China's newly-elected Premier Li Qiang takes an oath after being elected during the fourth plenary session of the National People's Congress (NPC) at the Great Hall of the People in Beijing, China on March 11, 2023. GREG BAKER/Pool via REUTERS

     

নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেছে চীনে পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেসে। নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন লি কিয়াং। পাঁচ বছর করে দুই মেয়াদে দায়িত্ব পালনকারী বর্তমান প্রধানমন্ত্রী কেকিয়াং ১৩মার্চ  সোমবার অবসর নেবেন। তারই স্থলাভিষিক্ত হলেন লি কিয়াং। রাষ্ট্রীয় পদমর্যাদার দিক থেকে দেশটিতে প্রধানমন্ত্রীর অবস্থান দ্বিতীয়।

শি জিনিপিং পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক থাকাকালীন তার ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন লি কিয়াং। তাছাড়া চীনের সবচেয়ে বড় শহর সাংহাইয়ের কমিউনিস্ট পার্টির প্রধানও ছিলেন তিনি।

বহুল আলোচিত চীনের ‘জিরো-কোভিড’ নীতির জন্য পরিচিত লি। তীব্র প্রতিবাদ ও অভিযোগের সম্মুখীন হয়েও এই নীতিতে অটল থেকে প্রেসিডেন্টের প্রতি আনুগত্যের প্রমান দেন তিনি।

গত অক্টোবরে চীনা কমিউনিস্ট পার্টির কাউন্সিলে লি কিয়াংকে পলিট ব্যুরো স্ট্যান্ডিং কমিটিতে দ্বিতীয় শীর্ষ পদে আনা হয়। তখনই ধারণা করা হয়েছিল পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি।

শেয়ার করুনঃ

Leave a Reply