২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৫:৫৪/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ৫:৫৪ অপরাহ্ণ

কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত দুই

     

মুহাম্মদ আতিকুর রহমান
গাজীপুরে ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দু’টি পৃথক সড়ক দূর্ঘটনায় দু’জন নিহত হয়েছে।

পুলিশ ও এলাকাবাসি জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের লক্ষ্মীপুরা এলাকায় স্বপরিবারে থাকেন সুনামগঞ্জ জেলার দিরাই থানার কার্তিকপুর গ্রামের হাজী ইন্তাজ আলীর ছেলে আব্দুল কাদের (৬২)।

মঙ্গলবার সকালে আব্দুল কাদের মোটরসাইকেল যোগে বাসা থেকে কোনাবাড়ি যাচ্ছিলেন। পথে তিনি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা এলাকায় পৌঁছলে একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে একইদিন জেলার কালীগঞ্জে বেপরোয়া গতিতে যাওয়ার সময় মাটিভর্তি একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে কালীগঞ্জ-রানীগঞ্জ সড়কে ভাওয়াল জামালপুর ডিগ্রী কলেজের পাশে পথচারী এক কৃষককে চাপা দেয় এবং সড়কের পার্শ্ববর্তী এক বাড়িতে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই ওই কৃষক নিহত হয়। তার নাম বাবুল বাগমার (৪৩)। তিনি কালীগঞ্জ উপজেলার জামালপুর গ্রামের মোঃ হারেছ উদ্দিন বাগমারের ছেলে। নিহতের স্বজনরা জানায়, ঘটনার সময় তিনি বাজারে যাচ্ছিলেন।

শেয়ার করুনঃ

Leave a Reply