২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:৫০/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৮:৫০ অপরাহ্ণ

অভাব-অনটন, দুঃখ-যন্ত্রণা মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করে এবং ধৈর্য ধারণের পরীক্ষায় উত্তীর্ণ করে- মনজুর আলম

     

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশরের সাবেক মেয়র এম. মনজুর আলম বলেছেন, দরিদ্রদের প্রতি আল্লাহর রহমত আছে। অভাব-অনটন, দুঃখ-যন্ত্রণা মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করে এবং ধৈর্য ধারণের পরীক্ষায় উত্তীর্ণ করে। গরীবদের জবাবদিহিতাও কম। সাবেক মেয়র হতদরিদ্রদের ধর্মীয় অনুশাসন মেনে ও ধৈর্য ধারণ করে জীবন-জীবিকার আহবান জানান।

২৪ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ, শুক্রবার বাদে জুমা এইচ এম ভবন অডিটরিয়ামে আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আয়োজিত হতদরিদ্রদের এক সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ আহবান জানান। অত্র প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ¦ মো: নিজামুল আলম রাজু’র সভাপতিত্বের অনুষ্ঠিত হতদরিদ্রদের এই সভায় পরিচালক আলহাজ্ব মোহাম্মদ ফারুক, আলহাজ¦ মোহাম্মদ সাইফুল আলম, আলহাজ¦ মোহাম্মদ সাহিদুল আলম, সমাজসেবক নেছার আহমদ, সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম এবং আবেদ আব্দুল্লাহ মনজুর আলম সহ অন্যরা বক্তব্য রাখেন। আলোচনা সভার হযরত তৈয়ব শাহ্্ (র.) জামে মসজিদের খতিব আলহাজ¦ মাওলানা সৈয়দ মোহাম্মদ ইউনুস রজভী মিলাদ-মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন। পরে হতদরিদ্র প্রায় ৫০০ জনের হাতে চাউল, অর্থ ও তবারুক তুলে দেন সাবেক মেয়র আলহাজ্ব এম. মনজুর আলম।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply