২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১:৪৪/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ১:৪৪ অপরাহ্ণ

দ্বীনি শিক্ষা প্রসার ও সুন্নিয়তের খেদমতে অসামান্য অবদান রাখেন আল্লামা সৈয়দ শামসুল হুদা (রহ.)

     

 

সৈয়দবাড়ি দরবার শরিফের প্রাণপুরুষ অলিয়ে কামেল শাহ্সূফি আল্লামা সৈয়দ শামসুল হুদা (রহ.) এর ২৭তম চন্দ্রবাষিকী স্মরণসভা আজ ২২ ফেব্রæয়ারি বুধবার চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়। গাউসিয়া সমিতি বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন সৈয়দবাড়ি দরবার শরিফের সাজ্জাদানশীন আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশ এর মহাসচিব পীরে তরিকত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মজিআ)। স্মরণসভায় বক্তারা বলেন, দ্বীনি বুনিয়াদি শিক্ষা বিস্তার ও প্রসারে এবং সুন্নিয়ত ও তরিকতের খেদমতে অসামান্য অবদান রেখে স্মরণীয় হয়ে আছেন শিক্ষাবিদ বুজুর্গ ব্যক্তিত্ব শাহসূফি অধ্যক্ষ আল্লামা সৈয়দ শামসুল হুদা (রহ.)। তাঁর বিনয়, সততা, মহানুভবতা, দ্বীন প্রচারে নিষ্ঠা, জনসেবায় সম্পৃক্ততা এবং অতুলনীয় মানবিক গুণ দেখে বিস্মিত হতে হয়। তিনি ছিলেন বিরল জ্ঞানতাপস ও বরেণ্য আধ্যাত্মিক ব্যক্তিত্ব। স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশ এর কেন্দ্রীয় চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা কাযী মুঈন উদ্দিন আশরাফী। তিনি বলেন, আলেম সমাজের আদর্শ ও শিরোমণি ছিলেন আল্লামা সৈয়দ শামসুল হুদা (রহ.)। সহজ সরল সাদাসিধে জীবন যাপন এবং শরিয়ত তরিকতের খেদমতে আত্মনিবেদনের কারণে তিনি স্মরণীয় হয়ে আছেন। সভাপতির বক্তব্যে আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা বলেন, সৈয়দবাড়ি দরবার সুন্নিয়তের প্রাণকেন্দ্র। এ দরবারের শীর্ষ আধ্যাত্মিক ব্যক্তিত্ব হলেন পীরে কামেল অধ্যক্ষ আল্লামা সৈয়দ শামসুল হুদা (রহ.)। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ছাড়াও ভারতের আগরতলা ত্রিপুরায়ও তিনি দ্বীন ও সুন্নিয়ত প্রচার করেছেন। দ্বীন প্রচারে এবং সুন্নিয়ত তরিকতের খেদমতে তাঁর জীবন ছিল উৎসর্গীত। তিনি বহু মাদ্রাসা, মসজিদ ও খানকাহ প্রতিষ্ঠিত করে প্রাতিষ্ঠানিকভাবে দ্বীনি খেদমতে ভূমিকা রাখেন। স্মরণসভায় মুখ্য আলোচক ছিলেন আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক গবেষক আল্লামা এম এ মান্নান। তিনি বলেন, অসামান্য ব্যতিক্রমী গুণের আধার ছিলেন আল্লামা সৈয়দ শামসুল হুদা (রহ.)। সততা, পরহেজগারিতা এবং ইল্ম ও আমলের সমন্বয়ে অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন তিনি। তিনি ছিলেন বড় মাপের সাধক ব্যক্তিত্ব। রাজনীতিবিদ এম সোলায়মান ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় স্বাগত বক্তব্য দেন সৈয়দবাড়ি দরবার শরিফের নায়েবে সাজ্জাদানশীন পীরজাদা মাওলানা সৈয়দ তাওছিফুল হুদা। এতে অতিথি ও আলোচক ছিলেন গবেষক অধ্যাপক ড. নূ ক ম আকবর হোসেন, অধ্যক্ষ আল্লামা হারুনুর রশীদ আশরাফী, উপাধ্যক্ষ আল্লামা জুলফিকার আলী চৌধুরী, আল্লামা নূর মোহাম্মদ আলকাদেরী, আল্লামা জসিম উদ্দিন আলকাদেরী, রাজনীতিবিদ মুহাম্মদ আবুল মনসুর, মুহাম্মদ সিরাজুল ইসলাম, চেয়ারম্যান জহির উদ্দিন আহমদ চৌধুরী, অধ্যাপক মাওলানা মুহাম্মদ নূরুল আবছার, মাওলানা নূরুল ইসলাম জেহাদী, মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন, মাওলানা মহিউদ্দিন আলকাদেরী, মুহাম্মদ শাহজালাল, সৈয়দ মুহাম্মদ আবু আজম, কাজী মুহাম্মদ শাহজাহান ও মুহাম্মদ ওসমান। মিলাদ কিয়াম শেষে বিশ্বের বিপর্যস্ত মানবতার পরিত্রাণসহ দেশ-জাতির শান্তি সমৃদ্ধি কামনায় মুনাজাত পরিচালনা করেন পীরে তরিকত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা। বহু দ্বীনদার জনতা স্মরণসভায় অংশগ্রহণ করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply