১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১২:৫২/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ১২:৫২ অপরাহ্ণ

বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের বিশেষ সভা অনুষ্টিত

     

আজ বিকাল ৫:০০ টায় জেলা পরিষদ মার্কেটে বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী ২০১৮ উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের পক্ষ থেকে বিশেষ সভার আয়োজন করা হয়।সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের সমন্বয়ক মাউসুফ উদ্দিন মাসুমের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের আহবায়ক আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী।সভায় সুবর্ণ জয়ন্তী উদযাপনের অগ্রগতি সম্পর্কে জানিয়ে বক্তব্য প্রদান করেন বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের সদস্য সচিব আমিরুজ্জামান।এছাড়া সুবর্ণ জয়ন্তীর অনুষ্টান আরো বেশি গ্রহণযোগ্য ও সুন্দর করে তোলার লক্ষ্যে পরামর্শসূচক বক্তব্য প্রদান করেন দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক এম. মঞ্জুর উদ্দিন চৌধুরী।মতামত প্রদান করেন কার্যকরী পরিষদের যুগ্ম সচিব ডাক্তার লক্ষীপদ দাশ,নিবন্ধন বিষয়ক উপ কমিটির আহবায়ক মেহাতাব উদ্দিন অবুঝ প্রমুখ।

এছাড়া সভায় কার্যকরী পরিষদের সদস্য আজাদ সিকদার,খোরশেদ আলম,সহ সমন্বয়ক সাজ্জাদ হোসাইন অবুঝ,মুহাম্মদ এলমুল বাহার,ব্যাংকার জাসেদুল আলম, পরিষদের বিভিন্ন উপ কমিটির সদস্য সচিব মোঃ রাশেদ, আবু জাফর চৌধুরী মিজান, যুগ্ম আহবায়ক মোঃ ফোরকান, মোঃ শওকত আলী, জাসেদুল আলম শাকিল, যুগ্ম সচিব মোঃ শরীফ, মোঃ শওকত, আবদুল্লাহ আল মামুন, খান মোঃ ইয়াছিন মাসুদ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে সুবর্ণ জয়ন্তীতে নিবন্ধনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর রাত ১১:৫৯ মিনিট নির্ধারণ করা হয়।এছাড়া সুবর্ণ জয়ন্তীর প্রচারের লক্ষ্যে পুরো গ্রামে বর্ণাঢ্য র‍্যালী,ঈদ পুনর্মিলন অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply