২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৮:৩১/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৮:৩১ পূর্বাহ্ণ

সফল ব্যক্তির জীবন চিত্র আলোচনা ও স্মরণের মাধ্যমে জাতিকে আলোকিত করা সম্ভব – আল্লামা নূরী

     

আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের প্রেসিডেন্ট ও আহলে সুন্নাতের কেন্দ্রীয় মহাসচিব পীরে তরিক্বত হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী (মু.জি.আ) বলেন, কীর্তিমানদের কেউ স্মরণ করুক আর নাই করুক। তাদের রেখে যাওয়া কর্মই তাঁদের বাঁচিয়ে রাখে। সফল ব্যক্তির জীবন চিত্র আলোচনা ও স্মরণের মাধ্যমে তাদের প্রতি কৃতজ্ঞতা জানালে আরো সফল ও কীর্তিমান ব্যক্তির জন্ম হয়। মরহুম আলহাজ¦ মুহাম্মদ নূরুল হক আজীবন দ্বীন ইসলামের খেদমত করেছেন। সূফিবাদি অহিংস মতাদর্শের উপর সবসময় সবাইকে সত্য ও সুন্দরের পথ দেখিয়েছেন। তাই তাঁর স্মরণ করা আমাদের ঈমানী দায়িত্ব। একইভাবে স্মরণ করতে হবে, তাঁর হায়াতে জিন্দেগির আন্দোলনের ইতিহাস। তিনি কখনও অন্যায়ের কাছে মাথানত করেনি। কর্ম ও অবদানের মাঝে তিনি সবসময় শান্তিপ্রিয় মানুষের হৃদয়ে চির ভাস্বর হয়ে থাকবেন। ১০ ফেব্রæয়ারী শুক্রবার বিকেলে অক্সিজেনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের আওতাধীন রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান মরহুম আলহাজ¦ মুহাম্মদ নূরুল হকের ১ম ওফাতবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মুহাম্মদ হাসান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের প্রেসিডেন্ট ও আহলে সুন্নাতের কেন্দ্রীয় মহাসচিব পীরে তরিক্বত হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী (মু.জি.আ)। সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরীর সঞ্চালনায় স্মরণ সভায় উদ্বোধক ছিলেন মরহুম আলহাজ¦ মুহাম্মদ নূরুল হকের বড় ছেলে মাহমুদুল হক রাজিব। স্মরণ সভায় স্মৃতিচারণ করেন সংগঠনের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আবু ছালেহ আঙ্গুর, আলহাজ¦ কাজী মুহাম্মদ ফোরকান রেজা, মহাসচিব মুহাম্মদ মিয়া জুনায়েদ, এইচ এম মন্জুরুল আনোয়ার, যুগ্ম মহাসচিব জাহিদুল হাসান রুবায়েত, মাওলানা কুতুবউদ্দিন শাহ্ নূরী, মুহাম্মদ ওমর ফারুক, মুহাম্মদ আবুল হাসান, মুহাম্মদ জাকারিয়া, মাওলানা আব্দুল কাদের রজভী, শায়ের এনামুল হক এনাম, মুহাম্মদ আয়ুব তাহেরী, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, মাওলানা আবুন নূর মুহাম্মদ হাস্সান নূরী, এস এম ইকবাল বাহার, মুহাম্মদ ওসমান জাহাঙ্গীর, মাওলানা মুহাম্মদ আবু ছৈয়্যদ, মাওলানা নাজিম উদ্দিন নূরী, এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর, ইঞ্জিনিয়ার মুহাম্মদ জাহেদ, নুরুল হুদা মুহাম্মদ আক্কাস, মুহাম্মদ আমানউল্লাহ, মুহাম্মদ জাকির হোসাইন, মুহাম্মদ শফিক, মুহাম্মদ সরোয়ার, মাওলানা মুহাম্মদ আযিয, মুহাম্মদ আলী হোসেন, মুহাম্মদ ইকবাল, মুহাম্মদ মুহাম্মদ সাফওয়ান নূরী, মুহাম্মদ রুহুল আমিন, মুহাম্মদ বরাত প্রমুখ।

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply