২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:৫১/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ৬:৫১ অপরাহ্ণ

সিটি কর্পোরেশন লাইব্রেরীতে নেই লাইব্রেরীয়ান, লিফট আছে লিফটম্যানও নেই

     

নিজস্ব প্রতিনিধি

লালদিঘী সিটি কর্পোরেশন লাইব্রেরীতে নেই লাইব্রেরীয়ান, লিফট আছে, অপারেটর নেই । নেই নেই দশায় চলছে এই বহুতলা ভবনে চলছে দাপ্তারিক কাজ।এখানে আছে শুধু নানা ভোগান্তি।এই বিষয়ে বহু আবেদন নিবেদন গেছে সংশ্লিষ্ট দপ্তরে কিন্ত কাজের কাজ কিছুই হয়নি। খবর নির্ভরযোগ্য সুত্রের ।

লালদীঘি পাড় কিংবা মাঠের উত্তর পার্শ্বে রয়েছে সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরী। বিকেল বেলা লাইব্রেরী খোলা।সকালের দিকে পাঠক থাকলেও লাইব্রেরী থাকে বন্ধ।এই বিল্ডিং ট্রেড লাইসেন্স ইস্যু করা হয়। লিফট অপারেটর সবসময় না থাকায় বয়োবৃদ্ধ টেক্স লাইসেন্স হোল্ডারগণ চরম ভোগান্তি আছে। কয়েকজন এই অঞ্চলের ট্রেড লাইসেন্স হোল্ডার নাম প্রকাশ না করার শর্তে লিফলেট অচল ও অফিসে উপরি পাওনা ছাড়া ট্রেড লাইসেন্স দিতে গড়িমসির কথা জানান ।এই বিল্ডিং রক্ষণাবেক্ষণ ও লাইব্রেরী পরিচালনায় জনবল নিয়োগ করা দরকার বলে এখানে সেবা নিতে আসা লোকের দাবী বলে জানা গেছে।বিষয়টি নিয়ে স্বয়ং মেয়রের ভাবা উচিত বলে অনেক নাগরিক এই প্রতিনিধিকে জানান।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply