২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:১৭/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৮:১৭ অপরাহ্ণ

আনোয়ারায় সিত্রাং এর তান্ডবে লন্ডভন্ড পূর্ব গহিরা গ্রাম

     

মুহাম্মদ নুরুল কবির

সিত্রাং এর প্রভাবে আনোয়ারা রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা গ্রামের হাড়িয়া পাড়া, ঘাটকুল ও নজু মিয়া খালের শতাধিক বসতঘর তলিয়ে যায়। বেশি ক্ষয়ক্ষতি হয় ঘাটকুল ও নজু মিয়া খাল এলাকায়। ঐ সময়  ঘাটকুল এলাকা ও নজু মিয়া খালের বসত ঘরে পানি ঢুকে লন্ডভন্ড করে দেয়।
স্থানীয় ফজলুল করিম জানান, ২৪ অক্টোবর (সোমবার) আনুমানিক রাত ১০ টা হতে শুরু হয়ে রাত ১.০০ টা পর্যন্ত পানির নিচে ছিল তাদের বসতঘর। স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানির বেশি হওয়ায় ঘরের মধ্যে থাকা প্রয়োজনীয় আসবাবপত্র ও টাকা-পয়সা তলিয়ে যায়।
কোনোমতে মহিলা,শিশু ও গবাদি পশু আশ্রয়ণ কেন্দ্রে নিয়ে যায় কিন্তু ঘরের আসবাবপত্র কিছুই বের করতে পারিনি।
স্থানীয় শেলু আকতার জানান সিত্রাং এর প্রভাবে জোয়ারের পানিতে তাদের বসতঘর তলিয়ে যায়। তাদের রান্নার ঘর ও রান্না করার সরঞ্জামাদি জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ায় না খেয়ে ছেলে-সন্তান নিয়ে মানবেতর দিন যাপন করছেন।
স্থানীয় মৎজীবী শওকত নুর জানান তাদের পরিবারের গৃহপালিত হাঁস-মুরগী ও ছাগল জোয়ারের পানিতে তলিয়ে যায়।

স্থানীয়রা জানান পূর্ব গহিরা ওয়ার্ডে ইউপি সদস্য মোঃ মুনির উদ্দিন সারারাত মাইকিং করে সর্বসাধারণকে নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার অনুরোধ জানান। পরদিন সকাল আনুমানিক ৬টায়  ইউপি সদস্য সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply