২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৩:২২/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৩:২২ অপরাহ্ণ

মনোহরগঞ্জে কেমিক্যালের ড্রাম ব্লাষ্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যু

     

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা মনোহরগঞ্জে কেমিক্যালের পুরোনো ড্রাম কাটার সময় গ্যাসের চাপে ড্রাম ব্লাষ্ট হয়ে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। শনিবার ১৫ অক্টোবর সকালে উপজেলার লক্ষনপুর বাজারে এ ঘটনা ঘটে। মারা যাওয়া অটোরিকশা চালকের নাম রুবেল হোসেন (৩২)। সে সরসপুর ইউনিয়নের ভাউপুর কুঠি বাড়ীর ওসমান গনীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষনপুর বাজার মেসার্স ইমরান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে মুখ আটকানো পুরোনো একটি কেমিক্যাল ড্রাম অটোরিকশা করে নিয়ে আসেন স্থানীয় ফয়সাল ও রকি নামের দুই যুবক। সকালে ওয়ার্কশপের কর্মচারীকে ড্রামটি কেটে ছোট চালের ড্রাম বানিয়ে দিতে বলেন তারা। সকাল সাড়ে ১১ টার দিকে ড্রামটি কাটার সময় ড্রাম থেকে গ্যাস বের হতে থাকে। এ সময় ড্রামের ঢাকনার মুখ বাস্ট হয়ে অটোরিকশা চালক রুবেলের মুখে লাগে। এসময় রুবেলের দেহ থেকে মাথার খুলি উড়ে গিয়ে একশত গজ সামনে পড়ে ঘটনার স্থলে তার মৃত্যু হয়। আহত হয় ইমরান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের দুই কর্মচারী। তাদেরকে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে নাথেরপেটুয়া ভূইয়া মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে সরসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা তার পরিবারের স্বজনরা থানায় কথা বলে নিহতের লাশ নিজ বাড়ীতে নিয়ে আসেন, আমি এখন তাদের বাড়ীতে আছি ভাই । মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম বলেন, পুরোনো কেমিক্যাল ড্রামের মুখ বন্ধ থাকায় এর মধ্যে গ্যাসের সৃষ্টি হয়। ড্রামটি কাটার সময় গ্যাসের চাপে ঢাকনার মুখ বাস্ট হয়ে অটোরিকশা চালকের মুখে লেগে সে মারা যায়। এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুনঃ

Leave a Reply