২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ১২:৩৫/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ১২:৩৫ পূর্বাহ্ণ

আনোয়ারার চুন্নাপাড়ার সন্তান হাসনাইন ইস্তেফাজ পাভেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক পদে নিয়োগ পেলেন

     

আনোয়ারা প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডিজ বিভাগের (বাংলা ভাষা ও সাহিত্য বিষয়) প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের কৃতি সন্তান হাসনাইন ইস্তেফাজ পাভেল।

১৬ অক্টোম্বর রোববার হাসনাইন ইস্তেফাজ পাভেল তাঁর নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে জানা গেছে। হাসনাইন ইস্তেফাজ পাভেল চুন্নাপাড়া গ্রামের আবদুল ফকির তালুকদার বাড়ীর মৌলভী আশরাফ আলী হোছাইনীর ছেলে। মৌলভী আশরাফ আলী হোছাইনী একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

এর আগে শিক্ষক পাভেল কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাংলা বিভাগের প্রভাষক পদে দায়িত্ব পালন করেন। তিনি এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পেয়ে সম্মিলিত মেধা তালিকায় শিক্ষাবোর্ডে ৬৫ তম স্থান অধিকার করেন, এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫, অনার্সে প্রথম শ্রেণিতে প্রথম এবং মাস্টার্সে ও প্রথম শ্রেণিতে প্রথম হন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্স সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে মরিয়ম-রহিমা বৃত্তি,শহীদ নূতন চন্দ্র সিংহ বৃত্তিসহ সরকারি স্কলারশিপ প্রদান করেন।

শেয়ার করুনঃ

Leave a Reply