২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৯:১১/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৯:১১ পূর্বাহ্ণ

৯৭ বছর বয়সে নির্বাচনে লড়বেন মাহাথির মোহাম্মদ

     

মালয়েশিয়ার আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আধুনিক মালয়েশিয়ার স্বপ্নদ্রষ্টা হিসেবে পরিচিত মাহাথির মোহাম্মদ (৯৭)। তবে তিনি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে ইচ্ছুক কিনা সে বিষয়ে কিছু জানাননি।

বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১১ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে মাহাথির মোহাম্মদ বলেন, প্রধানমন্ত্রী কে হবে সেই বিষয়ে আমার সিদ্ধান্ত নিইনি। কারণ আমরা যদি নির্বাচনে জয়ী হই, তবেই প্রধানমন্ত্রী প্রার্থীর বিষয়টি সামনে আসবে।

২০১৮ সালে ৯২ বছর বয়সে তিনি সর্বশেষ দেশটির প্রধানমন্ত্রী হন। পাঁচ বছরের জন‌্য নির্বাচিত হলেও দ্বন্দ্বের কারণে দুই বছরের কম সময়ের মধ্যে তার সরকারের পতন হয়। ২০২০ সালের ফেব্রুয়ারিতে তিনি পদত্যাগ করেন।

আগামী বছরের সেপ্টেম্বরে মালয়েশিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পার্লামেন্ট ভেঙে দেওয়ায় এখন দেশটিতে আগাম নির্বাচন হবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply