২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৪:২৩/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৪:২৩ অপরাহ্ণ

পটিয়া গোপাল বাড়ি মন্দিরের উদ্যোগে ঝুলনোৎসব আজ শুরু

     

পটিয়া পৌর সদরের সুচক্রদন্ডী গোপাল বাড়ী মন্দিরের উদ্যোগে শ্রী শ্রী প্রান গোপাল দেবের বার্ষিক ঝুলনোৎসব ২ আগষ্ট আজ (বুধবার) আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। সকাল ৮টায় বাল্য ভোগ, দুপুর সাড়ে ১২টায় ভোগারতি, সন্ধ্যায় আরতি ও রাত ৮টা লীলার্কীতন। ৩ আগস্ট (বৃহস্পতিবার) সকালে বাল্যভোগ, দুপুরে একাদশীর ফলভোগ, সন্ধ্যায় আরতি ও প্রসাদ বিতরণ, ৪ আগস্ট (শুক্রবার) প্রাণ গোপাল দেবের পারন, আরতি ও সন্ধ্যায় লীলা কীর্ত্তন, ৫ আগস্ট (শনিবার) প্রান গোপাল দেবের সেবা, সন্ধ্যায় আরতি ও লীলা কীর্ত্তন, ৬ আগষ্ট (রবিবার) সকালে বাল্যভোগ, দুপুরে প্রসাদ আস্বাদন ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পটিয়ার সংসদ সদস্য আলহাজ্ব সামশুল হক চৌধুরী। ৭ আগস্ট (সোমবার) অহোরাত্র নাম সংকীর্ত্তন, মহাপ্রসাদ বিতরণ ও সত্যনারায়ন সেবা ও ৮ আগস্ট (মঙ্গলবার) নগর পরিক্রমার মধ্য দিয়ে ঝুলন উৎসব সমাপ্ত করা হবে। গোপাল বাড়ি মন্দির পরিচালনা কমিটির বলরাম চক্রবর্ত্তী সকল ভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

শেয়ার করুনঃ

Leave a Reply