২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৩:৪৯/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ৩:৪৯ অপরাহ্ণ

শোক দিবসের প্রথম প্রহরে প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে পটিয়া আ’লীগের কর্মসূচি উদ্বোধন

     

১৫ আগস্ট জাতীয় দিবস উপলক্ষে পটিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মাসব্যাপী যে কর্মসূচি ঘোষনা করা হয়েছে তা পটিয়া উপজেলা স্মৃতি সৌধে সোমবার রাত ১২টা ১ মিনিটে (মঙ্গলবার প্রথম প্রহর) প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
পটিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি রাশেদ মনোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত এক আলোচনায় বক্তব্য রাখেন চট্টগ্রামের সাবেক মহিলা এমপি ও দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি চেমন আরা তৈয়ব। দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা এম,এ জাফর, জাতীয় শোক দিবস উদযাপন পরিষদের আহবায়ক ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক একেএম আবদুল মতিন, ্কৃষি বিষয়ক সম্পাদক এডভোকেট আবদুর রশিদ, সদস্য সেলিম নবী, শোক দিবস উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক মোজাহের উদ্দিন, সিরাজুল ইসলাম মাস্টার, জয়নাল আবেদীন, আশিষ তালুকদার, আ’লীগ নেতা সবুজ বড়ুয়া, ছৈয়দ নুরুল আবছার, মাঈনুদ্দিন চৌধুরী, পটিয়া উপজেলা মহিলা আ’লীগের সেক্রেটারী সাজেদা বেগম, উপজেলা কৃষক লীগের সেক্রেটারী আবু ছৈয়দ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার দক্ষিণ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার ছৈয়দ মোঃ মোরশেদ, দেশরত্ম পরিষদ পটিয়া উপজেলার সভপতি ওয়াহিদুল আলম বাবুল, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মহি,আলীগ নেতা দিদারুল হক জসিম, ছনহরা ইউপি আ’লীগ সেক্রেটারী সরোয়ার উদ্দিন, ভাটিখাইন ইউনিয়ন আওয়ামী লীগ সেক্রেটারী জসিম উদ্দিন, ইউনিয়ন আ’লীগ নেতা তরিদ বড়ুয়া, ওসমান গণি, নজরুল ইসলাম মেম্বার, নাজিম উদ্দিন, উপজলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার সম্পাদক ছৈয়দ জাবেদ সরোয়ার, দক্ষিণ জেলা যুবলীগ নেতা এরশাদুল আলম, উপজেলা যুবলীগ নেতা মো. মহসিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনুজ বড়ুয়া, মহানগর ছাত্রলীগ নেতা রেজাউল করিম রিপন, উপজেলা ছাতলীগ নেতা আবদুর রহিম, মহিলা নেত্রী হাসিনা বেগম, রোকেয়া বেগম, ছাত্রলীগ নেতা তারেক, দিদারুল আলম জসিম, নাজিম উদ্দিন, নাজিম উদ্দিন প্রমুখ।
আলোচনা সভার পূর্বে মহা সড়কের হাসপাতাল গেইট এলাকা থেকে বিশাল র‌্যালীযোগে নেতাকর্মীরা স্মৃতিসৌধে মিলিত হন। জাতীয় শোক দিবস উপলক্ষে পটিয়া আ’লীগের মাসব্যাপী এই কর্মসূচি সফল করতে ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশকে এগিয়ে নিতে সকল নেতাকর্মীর প্রতি আহবান জানান। এর আগে স্মৃতি সৌধে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা নিবেদন করেন।

শেয়ার করুনঃ

Leave a Reply