২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:২১/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৪:২১ পূর্বাহ্ণ

শাহ মোহছেন আউলিয়া হজ্ব কাফেলার প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা নিজেকে আল্লাহ ও রাসুল (দ.) এর প্রেমে বিসর্জন দেওয়াই হজ্ব

     

পবিত্র হজ্বের অন্যতম নিদর্শন হল ছবর ও ধৈয্য। নিজেকে আল্লাহ ও রাসুল (দ.) এর প্রেমে বিসর্জন দেওয়ার নামই হজ্ব। ভাল ব্যবহার অর্জন ও অপব্যবহার মন্দ কর্মকান্ড পরিহার করে নিষ্পাপ হয়ে আপন মাতৃভূমিতে আসতে পারলে হজ্বের স্বার্থকতা পাওয়া যাবে। আল্লাহর মেহমানদেরকে শতভাগ খেদমত করাই হচ্ছে শাহ্ মোহছেন আউলিয়া নঈমীয়া ট্রাভেলস্ এর লক্ষ্য। গত ২৯ জুলাই শনিবার নগরীর বহদ্দারহাটস্থ ক্রিয়েটিভ পার্কে শাহ্ মোহছেন আউলিয়া হজ্ব কাফেলা নঈমীয়া ট্রাভেলস্ ইন্টারন্যাশনালের হজ্ব প্রশিক্ষণ কর্মশালা ও হাজ্বী সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন। কাফেলার চেয়ারম্যান পীরেত্বরীকত অধ্যক্ষ আলহাজ্ব সৈয়্যদ মাওলানা মাহমুদুল হক নঈমী আলকাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন পীরেত্বরীকত আলহাজ্ব মাওলানা সৈয়দ মোজাম্মেলুল হক নঈমী, ওষখাইন আলী নগর দরবার শরীফের সাজ্জাদানশীন আলহাজ্ব মাওলানা কামাল উদ্দিন, পীরেত্বরীকত আলহাজ্ব মাওলানা আবুল কাসেম আলকাদেরী, কাফেলার ব্যবস্থাপনা পরিচালক শাহজাদা আলহাজ্ব সৈয়্যদ মুহাম্মদ আশরাফ রেজা, আলহাজ্ব মাওলানা কাজী মুহাম্মদ সিরাজুল ইসলাম সিদ্দিকী, আলহাজ্ব মাওলানা সৈয়্যদ আছরারুল হক আনোয়ারী হোসাইনী, আলহাজ্ব মাওলানা ইদ্রিস আলকাদেরী, মোয়াল্লেম মাওলানা মুহাম্মদ নুরুল করিম আল আমিন, পরিচালক শাহাজাদা সৈয়্যদ তৌসিফ রেজা, মো. আমান উল্লাহ, আব্দুল্লাহ আল মনির প্রমুখ। পরিশেষে মিলাদ, কিয়াম, তাবারুক ও মুনাজাতের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালার সমাপ্ত হয়।

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply