২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ৩:৩৪/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৩:৩৪ পূর্বাহ্ণ

বরগুনার পৌর সুপার মার্কেটে আগুনে পুড়ল ২৬০ দোকান

     

বরগুনা পৌরসভার সুপার মার্কেটে ভয়াবহ আগুনে ২৬০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। মঙ্গলবার (১৭ মে) রাত ১১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাত ১১টার দিকে মার্কেটের কাপড়ের ও জালের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোয় ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে মার্কেটের ২৬০টি ব্যবসাপ্রতিষ্ঠান ও কয়েকটি বসতঘর পুড়ে গেছে।

আবদুল মান্নান নামের এক ব্যবসায়ী বলেন, ‘কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে। আমার ইলেকট্রনিক্সের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।’

এ মর্কেটে মোবাইল, ইলেকট্রনিক্স, জাল, প্রসাধনী, পোশাক, কামারশালা, সেলুন, চায়ের দোকান, ওষুধের দোকান তিন শতাধিক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ছিল।

অগ্নিকাণ্ডের এ ঘটনায় ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ ৬০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে বরগুনা পৌরসভার মেয়র কামরুল আহসান মহারাজের ধারণা।

তবে ক্ষতির আর্থিক পরিমাণ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি ফায়ার সার্ভিসের কর্মকর্তা জাকির হোসেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে তাদের তদন্ত দল।

বরগুনার সদর থানার ওসি আলী আহম্মেদ জানান, মার্কেটে আগুন লাগার পর স্থানীয় বাসিন্দা এবং স্বেচ্ছাসেবীরাই প্রথমে এগিয়ে আসেন। এ সময় অন্তত ১৫ জন আহত হয়েছেন, তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শেয়ার করুনঃ

Leave a Reply