১৭ এপ্রিল ২০২৪ / ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১২:০১/ বুধবার
এপ্রিল ১৭, ২০২৪ ১২:০১ পূর্বাহ্ণ

১০ সাংবাদিককে ফেলোশিপ দিলো ট্যুরিজম বোর্ড

     

বিভিন্ন গণমাধ্যমের ১০ জন সাংবাদিককে পর্যটন সাংবাদিকদের ফেলোশিপ-২০১৭ দিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন পর্যটন বিষয়ে প্রতিবেদনের জন্য ১০জন সাংবাদিককে হাতে ফেলোশীপের সনদ ও সম্মানী তুলে দেন। অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন,পর্যটনের বিকাশে সাংবাদিকদের ভুমিকাও গুরুত্বপূর্ন। সাংবাদিকদের মাধ্যমে দেশের মানুষের মধ্যে সচেতনতা তৈরি সম্ভব। পর্যটনের বিভিন্ন বিষয়ে সাংবাদিকরা তুলে ধরেন। রাশেদ খান মেনন বলেন,পর্যটনে আমরা বিনিয়োগের অভাব অনুভব করছি। পর্যটনে বিনিয়োগ হলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। ভারত, মালায়শিয়া সরকারি ভাবে বিনিয়োগ করছে, দেশের ব্র্যান্ডিং এ কাজ করছে। আমরা সে ক্ষেত্রে পিছিয়ে আছি। পর্যটনের বিনিয়োগের নজর দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে বলেছি। বিভিন্ন মেগা প্রজেক্ট আমরা নিয়েছে, সেক্ষেত্রে ট্যুরিজমে মেগা প্রজেক্ট নেওয়া সম্ভব। আমরা যথাযথ ব্যবস্থা নিতে পারলে অর্থনৈতিক ভাবে গার্মেন্টের কাছাকাছি পৌছে যাবো। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. নাসির উদ্দিন বলেন, বাংলাদেশের ট্যুরিজম এগিয়ে যাচ্ছে আরও এগিয়ে যাবে। এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন। সাংবাদিকদের সমালোচনায় আমাদের সহায়তা হবে। পর্যটনকে মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের যৌথ আয়োজনে এ বছর ফেলোশিপের জন্য ২৬টি আবেদন জমা হয়। এরমধ্য থেকে দশজনকে ফেলোশিপ দেওয়া হয়। ফেলোশিপ পেয়েছেন, বৈশাখি টিভির রিতা নাহার,বাংলাদেশ টেলিভিশনের শফিউল্লাহ সুমন,ঢাকা ট্রিবিউনের ইশতিয়াক হোসাইন,বণিক বার্তার মনজুরুল ইসলাম,দা ইন্ডিপেন্ডেন্টের তারেক মোরতাজা, বাংলা ট্রিবিউনের চৌধুরী আকবর হোসেন,আর টিভির জুলহাস কবীর, ডেইলি সানেএর সোহেল হোসেন পাটওয়ারি, এসএ টিভির নিয়ামুল সাদেক,চ্যানেল ২৪ এর সাদ বিন শফিক । অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও পর্যটন) মো.ইমরান,ট্যুরিজম বোর্ডের পরিচালক নিখিল রঞ্জন রায়, মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম,ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব)পরিচালক তৌফিক রহমান, সদস্যসৈয়দ মাহবুবুল ইসলাম বুলু, ট্যুরিজম বোর্ডের জনসংযোগ কর্মকর্তা আকতার হোসেন, এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের সভাপতি নাদিরা কিরণ,সাধারণ সম্পাদক তানজিম আনোয়ার প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply