২৮ নভেম্বর ২০২৩ / ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ৮:০৮/ মঙ্গলবার
নভেম্বর ২৮, ২০২৩ ৮:০৮ অপরাহ্ণ

আনোয়ারায় অস্ত্রসহ গ্রেফতার ১

 

     

আনোয়ারা উপজেলায় অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটারগানসহ এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার ২৮ মার্চ সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার ফরিদুল আলম (৪৮) আনোয়ারা থানার আইরমঙ্গল এলাকার মৃত বয়েজুর রহমানের ছেলে।

জানা গেছে , গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে অস্ত্রের ভয় দেখিয়ে স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তারসহ আনোয়ারায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্মকাণ্ড পরিচালনা করে আসছে।

আসামির বিরুদ্ধে আনোয়ারা থানায় ১টি মামলায় রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

শেয়ার করুনঃ

Leave a Reply