আনোয়ারায় ইয়াবাসহ গ্রেফতার ১

আনোয়ারায় ৫ হাজার ৭০০ পিচ ইয়াবাসহ রুবেল বিশ্বাস (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।এসব ইয়াবার আনুমানিক মূল্য সতের লাখ দশ হাজার টাকা।
সোমবার ২৮ মার্চ সকালে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে উপজেলার বারখাইন ইউনিয়নের পিএবি সড়কের তৈলারদ্বীপ সরকার হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মো: আরমান হোসেন (২৬) নামের অপর একজন পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে আনোয়ারা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় । গ্রেফতারকৃত রুবেলকে আদালতে প্রেরণ করা হয়েছে।