২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / দুপুর ২:৫২/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ২:৫২ অপরাহ্ণ

পবিত্র রমজানে ওমরাহ যাত্রী বাড়ছে তিনগুণ

     

করোনা মহামারির কারণে বিগত দুই বছর পবিত্র মাহে রমজানে বিদেশিদের ওমরাহ গমন বন্ধ রেখেছিল সৌদি সরকার। এ বছর পরিস্হিতি অনেকটা স্বাভাবিক। ওমরাহ পালনের দ্বার অবারিত করা হয়েছে। মুক্ত হয়েছে বিধিনিষেধ। অনেকে হজের ফজিলত পাওয়ার আশায় রমজানে ওমরাহ করতে চান। ফলে এবার বাংলাদেশি ওমরাহ যাত্রী বাড়ছে দুই-তিন গুণ। ওমরাহ ভিসা নেওয়ার হিড়িক পড়েছে। অতি সহজে ভিসা পেলেও মুসল্লিরা পর্যাপ্ত ফ্লাইটের অভাব এবং টিকিটের ভয়াবহ সংকটের কারণে হতাশ হয়ে পড়েছেন। টিকিটেরও অগ্নিমূল্য। করোনা শুরুর আগে সৌদি আরবে যাতায়াতের যে টিকিট ছিল ৫০ হাজার টাকার মধ্যে তা এখন লাখের ওপর। সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইটের বাইরে থার্ড ক্যারিয়ার না থাকায় টিকিট নিয়ে কাড়াকাড়ি চলছে। টিকিট যেন এখন ‘সোনার হরিণ’। সংশ্লিষ্টরা জানান, বর্তমানে প্রতিদিন সৌদি আরবে গমনের টিকিটের চাহিদা ৫ হাজারের বেশি। কিন্তু দেড় হাজারের বেশি টিকিট দেওয়া সম্ভব হচ্ছে না। টিকিটের একটি বড় অংশ উচ্চমূল্যে কিনে নিচ্ছেন প্রবাসী শ্রমিকরা। দ্রুত এই সংকট সমাধানে ফ্লাইটসংখ্যা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে গতকাল চিঠি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সবটুকু জানতে এখানে ক্লীক করুন

শেয়ার করুনঃ

Leave a Reply