২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / ভোর ৫:৫৮/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৫:৫৮ পূর্বাহ্ণ

চট্রগ্রামে জুম বাংলাদেশ স্কুলের শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

     

রানা সাত্তার
জুম বাংলাদেশ চট্টগ্রাম শাখার আয়োজনে জুম বাংলাদেশ স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকাল তিনটায় সিআরবি শীরিষ তলা এই আয়োজন করা হয়। এ উপলক্ষে এক ঝাঁক তরুণী নৃত্য পরিবেশন করেন এবং চট্রগ্রাম শাখার পরিচালক মোস্তফা জাহেদ হোসেন এর সভাপতিত্বে ও রিয়াজ উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম শাখার পরিচালক মোস্তফা জাহেদ হোসেন বলেন, বঙ্গবন্ধু শিশুদের ভালোবাসতেন। তাদের সুন্দর ভবিষ্যৎ নির্মাণের দায়িত্ব আমাদের। সেই দায়িত্ব বোধের অংশ হিসেবে বঙ্গবন্ধুর জন্মদিনে চট্রগ্রাম নগরীর শীরিষ তলায় জুম বাংলাদেশ স্কুলের শিশুদের নিয়ে কেক কেটেছি।
‘এ সময় তানহা আহসান সাথি ইসলাম বলেন,  শিশুদের বঙ্গবন্ধু সম্পর্কে বলেছি। আমরা চাই শিশুদের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে পড়ুক, তাহলে সুন্দর সমৃদ্ধ আগামীর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে।’
এসময় উপস্থিত ছিলেন, তানহা আহসান সাথি, সৌদি প্রথম নারী সাংবাদিক ও লেখক জোসনা হক, সাংবাদিক আনোয়ার হোসেন, সিটিজি ট্রিবিউন এর নির্বাহী সম্পাদক আয়াজ আহমেদ সানি, দৈনিক আমার সময় পত্রিকার চট্রগ্রাম ব্যুরো প্রধান মোঃ জাহাঙ্গীর,
দৈনিক কালজয়ী পত্রিকার চট্রগ্রাম ব্যুরো প্রধান তানভীর আহমেদ, বাংলা টেলিভিশনের হুমায়ূন কবীর হীরু, দৈনিক গণকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার, আব্দুল আউয়াল মুন্না, বাংলাদেশ টুডে পত্রিকার রিপোর্টার মুনমুন আহমেদ, সিএইচডি নিউজ ২৪ এর এরশাদ হোসেন মুন্না, মোহাম্মদ তারেক, গ্লোবাল টেলিভিশনের ক্যামেরা পার্সন ইফতি আহমেদ মুন্না সহ আরো অনেকেই।
অনুষ্ঠানে জুম বাংলাদেশ স্কুলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মডারেটর মুশফিক ভূঁইয়া , আব্দুর রহমান, ফারজানা রহমান,  অথই, জান্নাত, ইয়াসির, মাহি মুনতাসীর, আবু সিরাত, তাহিম, প্রতাব, চনচল প্রমূখ।
শেয়ার করুনঃ

Leave a Reply