২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৪:২৯/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৪:২৯ অপরাহ্ণ

যুদ্ধ বিশ্ব জুড়ে দাম বাড়াচ্ছে খাদ্য ও নিত্যপণ্যের

     

চার মাস আগে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ছিল ব্যারেলপ্রতি ৭০ ডলারের নিচে। গত সপ্তাহে এটি ২১ শতাংশ বেড়ে গেছে। বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১০ শতাংশ বেড়ে ১৩০ ডলার হয়েছে। এটি ১৪৭ ডলার ছাড়িয়ে যেতে পারে কিছুদিনের মধ্যেই যদি ইউক্রেন পরিস্থিতি অপরিবর্তিত থাকে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও রাশিয়া থেকে তেল আমদানি পুরোপুরি বন্ধের ব্যাপারে ইউরোপীয় মিত্রদের সঙ্গে আলোচনা করছে। সেটি কার্যকর হলে অপরিহার্য এই পণ্যের দাম অস্থিতিশীল হয়ে পড়তে পারে।

তবে কেবল তেলের দামই একমাত্র চিন্তার বিষয় নয়। ইউক্রেনে রুশ আগ্রাসন আরো অনেক পণ্যের সংকট তৈরি করেছে। রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহে নিকেলের দাম বেড়েছে ১৯ শতাংশ, অ্যালুমিনিয়াম ১৫ শতাংশ, জিঙ্ক ১২ শতাংশ এবং কপার ৮ শতাংশ। অর্থাৎ যেসব পণ্য তৈরিতে এগুলো ব্যবহৃত হয় সেগুলোরও দাম বাড়বে। অন্যদিকে স্বর্ণের দামও বাড়তি। আরেকটি দুষ্প্রাপ্য ও মূল্যবান ধাতু প্যালাডিয়ামের দামও বাড়ছে। কারণ এই পণ্যের বিশ্বের মোট উৎপাদনের ৪০ শতাংশই রাশিয়া নিয়ন্ত্রণ করে।সবটুকু জানতে ক্লিক করুন

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply