২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৪:৫৩/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ৪:৫৩ অপরাহ্ণ

সিভিল সার্জন বললেন লাইনে দাঁড়ালে টিকা পাবেন কিন্তু কেন্দ্রে ভিন্ন চিত্র

     

নিজস্ব প্রতিনিধি

করোনা ভাইরাস টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইন । এসএমএস ছাড়া কেউই টিকা নিতে পারছে না । অথচ চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ ইলিয়াছ চৌধুরী বললেন লাইন দাঁড়ালে টিকা পাবে।গতকাল আলকরণ চট্টগ্রাম সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালে এসএমএস না থাকায় অনেকে টিকা নিতে পারেনি  ।একই অভিযোগ বিভিন্ন কেন্দ্রেও।

জানা গেছে, আলকরণ চট্টগ্রাম সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা এই প্রতিনিধিকে বললেন এসএমএস ছাড়া টিকা দেয়া হয় না। মোবাইল নাম্বার দিয়ে নিবন্ধনের তথ্য তার জানা নেই বলে জানান। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সাইনবোর্ড ঝুলিয়ে জানান দিচ্ছে এসএমএস ছাড়া টিকা দেয়া হয় না। টিকা গ্রহিতাদের মধ্যে নানান বিভ্রান্ত ও হতাশার চিত্র ফুটে উঠেছে চোখে মুখে। মোবাইল নাম্বার দিয়ে নিবন্ধনের সুযোগ নেই বলে বিভিন্ন স্হানের কম্পিউটার অপারেটরেরা সাধারণ মানুষদের জানিয়ে দিচ্ছে।সচেতন মানুষ, সুধীজন ও অনেক গণপ্রতিনিধিদের সাথে কথা বলে জনা গেছে একটি মোবাইল নাম্বার দিয়ে নিবন্ধন করে টিকা দেবার সুযোগ আগে থেকে করলে আরো ব্যাপক মানুষ টিকা নিতে পারতেন। এই মুহূর্তে সর্ব সাধারণ যাতে সহজে টিকা নিতে পারে সে জন্য ব্যাপক প্রচার ও সময় বাড়িয়ে দেবার দরকার রয়েছে বলে অভিজ্ঞমহল ধারণা করছে।

শেয়ার করুনঃ

Leave a Reply