২৮ নভেম্বর ২০২৩ / ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:১১/ মঙ্গলবার
নভেম্বর ২৮, ২০২৩ ৭:১১ অপরাহ্ণ

সাড়া ফেলেছে তাদের গান  ‘চল পাখি হয়ে উড়ি’

 

     

বিনোদন ডেস্ক
পহেলা ফাগুন ও ভালোবাসা দিবস উপলক্ষে নতুন গান নিয়ে এলেন সাবরিনা পড়শী ও আভরাল সাহির। শিরোনাম ‘চল পাখি হয়ে উড়ি’। এম এ আলম শুভর কথায় গানের সুর ও সঙ্গীত আয়োজন করেছেন আভরাল সাহির।
‘হৃদ মাঝারে’ নামের খণ্ড নাটকে দেখা যাবে গানটি। মাহমুদ মাহিনের পরিচালনায় নাটকটিতে জুটি বেঁধেছেন মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। এছাড়া আরো অভিনয়ে করেছেন মনিরা মিঠু, শরিফুল প্রমুখ।
ভালোবাসা দিবস উপলক্ষে নাটকটি সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। নাটকটি প্রকাশের পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, গানটি মুক্তির দুদিনে ৫ লক্ষ এর বেশি ভিউ হয়েছে  । দর্শক শ্রোতাদের কাছে ভালোই সাড়া পাচ্ছেন তারা।
এম এ আলম শুভ বলেন, ভালোবাসা দিবসে বেশকিছু কাজ করেছি। তার মধ্যে এই গানটি অন্যতম। আশা করছি, নতুন গানটি শ্রোতাদের ভালো লাগবে।
শেয়ার করুনঃ

Leave a Reply