২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১২:৩৬/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ১২:৩৬ অপরাহ্ণ

ওমিক্রনের যে লক্ষণ দেখা দিচ্ছে চোখে

     

বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এখন আতঙ্ক বাড়াচ্ছে। একেক সময় এ ভাইরাসের একেক উপসর্গ সামনে আসছে।

বর্তমানে কোভিড রোগীরা সর্দি-কাশি, কোমরে ব্যথা, নাক দিয়ে পানি পড়াসহ একাধিক সমস্যায় ভুগছেন। প্রথম দিকে এর উপসর্গ মৃদু ভেবেছিলেন বিশেষজ্ঞরা।

তবে সময় যেতেই দেখা দিচ্ছে ওমিক্রনের ভয়াবহতা। ওমিক্রনে আক্রান্ত রোগীদের পরবর্তীতে লং কোভিডের ঝুঁকিও বাড়ছে।

ওমিক্রনের বেশ কয়েকটি উপসর্গের সঙ্গে আরও একটি লক্ষণ যোগ হয়েছে। কোভিড সংক্রমণের সম্ভাব্য চিহ্ন হিসেবে যা আপনার চোখে দেখা দিতে পারে।

সাম্প্রতিক করোনা রোগীরা তাদের চোখ চুলকানোর অভিজ্ঞতার কথা জানিয়েছে। শুধু চুলকানিই নয়, এর সঙ্গে দেখা দিচ্ছে চোখে ব্যথাও।

এমনকি বেশ কিছু লোক তাদের সাম্প্রতিক কোভিড সংক্রমণে চোখ চুলকানোর অভিজ্ঞতা সম্পর্কে টুইট করেছেন।

একজন টুইটার ব্যবহারকারী তার ওমিক্রন কেস সম্পর্কে বলেছেন, ‘গলা ব্যথা দিয়ে শুরু হয়। তা কয়েকদিন পর সেরে গেলেও প্রচুর হাঁচি, নাক ও চোখ চুলকানোর সমস্যায় ভুগছি।’

অন্য আরেকজন একই রকম অভিজ্ঞতা টুইট করেছেন। ‘ওমিক্রনে আক্রান্ত হয়ে প্রায় তিন দিন পেশী ব্যথা, প্রচণ্ড জ্বর, চোখ চুলকানো, বমি বমি ভাব ও কাশিতে ভুগেছি।’

করোনার আগের রূপগুলোতে চোখের সমস্যা তেমন দেখা দেয়নি। তবে মায়ো ক্লিনিকের মতে, গোলাপী চোখ, আলোর সংবেদনশীলতা, চোখ ঘা ও চুলকানির মতো সমস্যাগুলো আগেও রিপোর্ট করা হয়েছে।সবটুকু জানতে ক্লিক করুন

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply