২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৯:৫৭/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৯:৫৭ পূর্বাহ্ণ

বৃহস্পতিবার থেকে জেঁকে বসবে ঠান্ডা

     

মাঘের দ্বিতীয় সপ্তাহে এসে শীত তার তীব্রতা ছড়াতে না ছড়াতেই চলে যাচ্ছে। তবে বৃষ্টি কেটে আগামী বৃহস্পতিবার থেকে ৫-৬ দিনের জন্য জেঁকে বসবে শীত। তবে তা তীব্র নয়, মৃদু শৈত্য প্রবাহ। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীবাসী এবছর তীব্র, মাঝারী বা মৃদু শৈত্যপ্রবাহের কোনটিরই অনুভূতি পাবেন না। আগামী শুক্রবার থেকে সোমবার পর্যন্ত ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াস। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে ২ ফেব্রুয়ারি। মাঘ বিদায়ের আগে আরেকদফা শীত নামতে পারে ৩-৪ দিনের জন্য। এভাবেই ফাগুনে প্রবেশ করবে আবহাওয়া। উত্তুরে বাতাস সরিয়ে দখল করবে দখিনা হাওয়া।

দ্বিমেরুর প্রভাবে অতীতের শীত মৌসুমের চেয়ে এবারের শীতকাল কিছুটা ব্যতিক্রমী হচ্ছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এর কারণ  বহুবিধ। রয়েছে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে দক্ষিণের উপকূলে সৃষ্ট উষ্ণ মেঘের সঙ্গে হিমালয় থেকে আসা শীতল বাতাসের লড়াই। আছে প্রশান্ত মহাসাগরের ‘এল নিনো’ ও ‘লা নিনার’ প্রভাব। এবার মাঘের শীত বাঘ তো দূরের কথা, ঢাকার মানুষকেও কাঁপাতেও পারেনি।সবটুকু জানতে ক্লিক করুন

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply