২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / দুপুর ১২:১৬/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ১২:১৬ অপরাহ্ণ

শহীদ বুদ্ধিজীবীগণ নতুন ধারার প্রেরণা : মোমিন মেহেদী

     

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ধর্ম-মানবতা-স্বাধীনতার জন্য নিবেদিত থাকার সুবাদে শহীদ বুদ্ধিজীবীগণ নতুনধারার প্রেরণা হয়ে আছেন। ১৪ ডিসেম্বর বিকেল ৪ টায় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে তোপখানা রোডস্থ চেয়ারম্যান-এর কার্যালয়ে অনুষ্ঠিত ‘শহীদ বুদ্ধিজীবী বনাম নতুন প্রজন্মের আদর্শ’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। প্রেসিডিয়াম মেম্বার কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান একরামুল হক গাজী লিটন, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক হাবিব চৌধুরী, রাবেয়া খান প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে সকাল ১০ টায় শহীদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি কামনায় শ্রদ্ধা জানান নতুনধারার রাজনীতিকগণ। উল্লেখ্য. ২০১২ সালের ৩০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব থেকে মোমিন মেহেদীর নেতৃত্বে আত্মপ্রকাশ করে নতুনধারা বাংলাদেশ এনডিবি।

শেয়ার করুনঃ

Leave a Reply