২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৩:৩৯/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৩:৩৯ পূর্বাহ্ণ

নিজ দলের নেতাকর্মীদের সামনে সাবেক এমপি সরোয়ার জামাল নিজামের উপর হামলার চেষ্টা

     

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ১২ জানুয়ারী বুধবার সকাল ১১টায় কর্ণফুলীর সিডিএ মাঠের  সমাবেশে প্রধান অতিথি বক্তব্য দেয়ার সময় আনোয়ারা-কর্ণফুলী আসনের সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের উপর হামলার চেষ্টা করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বক্তব্য দেয়ার সময় একটি গ্রুপ প্রকাশ্যে সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সরওয়ার জামান নিজামের উপর হামলার চেষ্ঠা চালায়।

অভিযোগ উঠেছে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লায়ন হেলাল উদ্দীনের অনুসারী ফারুক নামের এক যুবদল নেতা সরওয়ার জামাল নিজামের উপর হামলা চালায়। এ সময় নেতা কর্মীরা উত্তেজিত হয়ে পড়লে সমাবেশে কিছুক্ষণ বিশৃঙ্খলা তৈরী হয়।  নেতা কর্মীরা এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য কেন্দ্রের কাছে দাবি জানান। তবে ঘটনায় জড়িত থাকার বিষয়টি জানার জন্য জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও আনোয়ারা উপজেলা বিএনপি নেতা লায়ন হেলাল উদ্দীনের সাথে যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি।

জানা গেছে, সরোয়ার জামাল নিজাম ও লায়ন হেলাল উদ্দীন দুইজনের বাড়ী আনোয়ারা উপজেলায় ।দুইজন একদলের অনুসারী হলেও দুইজন গ্রুপের নেতা।

চট্টগ্রাম দক্ষিণ জেলার মহাসমাবেশ বুধবার কর্ণফুলী উপজেলার সিডিএ মাঠে অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান সভাপতিত্ব করেন। সমাবেশ প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির দলীয় সাবেক চীফ হুইপ ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা জয়নাল আবেদিন ফারুক, বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নীরব, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন, চট্টগ্রাম মহানগর বিএনপি’র সদস্য সচিব আবুল হাশেম বক্কর, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, হারুনুর রশীদ ভিপি, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক এমপি গাজী শাহজাহান জুয়েল, সরওয়ার জামান নিজাম, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনামুল হক এনাম, মোশারফ হোসেন, এড, ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি আশরাফুল আলম লিংকন, সহ সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ সাব্বিরসহ বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply