২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / দুপুর ১২:২৮/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ১২:২৮ অপরাহ্ণ

খোঁজ মিললো বিশ্বের বিরলতম স্তন্যপায়ী প্রাণীর

     

বিশ্বের বিরলতম স্তন্যপায়ী প্রাণীদের একটি তাকিন। সম্প্রতি ভারতের ভারতের অরুণাচলপ্রদেশের দুর্গম জঙ্গলে যা দেখা গেছে।

ভারতের বন বিভাগ জঙ্গলে কী পরিমাণ স্নো লেপার্ড আছে তা নির্ধারণ করার জন্য ক্যামেরা লাগিয়েছিলো। তাতে ধরা পড়ে তাকিনের ছবি।

বন বিভাগের কর্মকর্তাদের উদ্ধৃত করে ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, তাকিন মূলত ছাগল প্রজাতির প্রাণী। এই প্রাণী এতই বিরল যে তা লাল তালিকার অন্তর্ভুক্ত। অর্থাৎ যা অতিবিরলের তালিকায় পড়ে।

অরুণাচলপ্রদেশের দুর্গম জঙ্গলে এই প্রাণীর অস্তিত্ব আছে তা জানতো না কেউ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩ হাজার ৫০০ মিটার উঁচুতে এর সন্ধান মিলেছে।সবটুকু জানতে ক্লিক করুন

শেয়ার করুনঃ

Leave a Reply