২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:৫৫/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৬:৫৫ অপরাহ্ণ

পদ্মাসেতুসহ সকল উন্নয়নে দুদকের দৃষ্টি আহ্বান নতুন ধারার

     

পদ্মাসেতুসহ সকল উন্নয়ন কর্মকান্ডে দুদকের পর্যবেক্ষণ দৃষ্টি রাখার  আহ্বান জানিয়েছেন নতুন ধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান একরামুল হক গাজী লিটন, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী ১২ ডিসেম্বর এক যৌথ বিবৃতিতে দুদকের প্রতি এই আহ্বান জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, দফায় দফায় পদ্মাসেতু- মেট্রোরেল শতাধিক উন্নয়ন প্রকল্পের সময় যেমন বাড়ানো হয়েছে, তেমন বাড়ানো হয়েছে ব্যয়ও। নতুনধারার রাজনীতিকরা শুধু রাজনীতিই করে না, তারা রাজনীতির পাশাপাশি শিক্ষা-সমাজ-ধর্ম-মানবতার কল্যাণে নিবেদিত থেকে কাজ করে। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি প্রতিটি উন্নয়নকর্মে ২ থেকে ১০ গুণ পর্যন্ত ব্যয় বৃদ্ধি হয়েছে, আর এই ব্যয় বৃদ্ধির পেছনে রয়েছে দুর্নীতিবাজ আমলা-এমপি-মন্ত্রীদের রাতারাতি কোটিপতি হওয়ার লোভ। এই দুর্নীতিবাজদের কারণে জনগনের রক্ত চুষতে প্রতিটি দ্রব্যমূল্য বৃদ্ধি করা হচ্ছে, তেলের দাম বৃদ্ধি করেছে। দুদক যেন নীতির সাথে থেকে দুর্নীতি প্রতিহত করে সকল উন্নয়ন কর্মে। তা না হলে প্রধানমন্ত্রীর সদিচ্ছা থাকলেও তাঁর চারপাশে থাকা দুর্নীতিবাজদের কারণে মধ্যম আয়ের দেশের স্বপ্ন ধুলিস্যাৎ হয়ে যাবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply