১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:৪১/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৭:৪১ অপরাহ্ণ

বাঁধাকপির সুস্বাদু পায়েস

     

পায়েস খেতে কে না পছন্দ করেন! আতপ চালের পায়েস থেকে শুরু করে গাজর, লাউসহ বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করা হয় পায়েস। তবে কখনো কী বাঁধাকপির পায়েস খেয়েছেন?

শীত আসতেই বাজার ভরে উঠেছে বাঁধাকপিতে। দামেও সস্তা। এ সময় নিশ্চয়ই দৈনিক পাতে রাখছেন বাঁধাকপির কোনো না কোনো পদ।

শুধু তরকারির পদই নয় সালাদ থেকে শুরু করে নাস্তা এমনকি পায়েসও তৈরিতেও ব্যবহার করা যায় বাঁধাকপি দিয়ে। জেনে নিন জিভে জল আনা বাঁধাকপির পায়েশের তৈরির রেসিপি-

উপকরণ

১. বাঁধাকপি কুঁচি ২ কাপ

২. দুধ ৩ লিটার
৩. চিনি ২ কাপ
৪. কিসমিস ১ টেবিল চামচ
৫. পেস্তা বাদাম কুঁচি ২ টেবিল চামচ ও
৬. লবণ পরিমাণমতো।সবটুুকু জানতে ক্লিক করুন

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply