২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১২:২০/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ১২:২০ পূর্বাহ্ণ

নেপালে ওমিক্রনে আক্রান্ত ২

     

সোমবার (৭ ডিসেম্বর) নেপাল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে সেখানে দুই ব্যক্তির শরীরে ওমিক্রনের সন্ধান পাওয়া গেছে।

তাদের মধ্যে এক ৬৬ বছর বয়সি এক বিদেশি, যিনি ১৯ নভেম্বর নেপালে প্রবেশ করেছিলেন। মনে করা হচ্ছে তিনি করোনার এই নয়া রূপের বাহক ছিলেন এবং ওই ব্যক্তির সঙ্গে ঘনিষ্ট যোগাযোগ রয়েছে এমন এক ৭১ বছর ব্যক্তির দেহেও ওমিক্রন পাওয়া গিয়েছে। যদিও নেপাল সরকার সেই দুই ব্যক্তি কোন দেশের নাগরিক তা জানায়নি।

এই মুহূর্তে দুই আক্রান্তকেই আইসোলেশনে রাখা হয়েছে। তাদের তেমন কোনও উপসর্গ নেই বলেই জানা গিয়েছে। অন্যদিকে, এখনও পর্যন্ত দুই আক্রান্তের সংস্পর্শে এসেছেন ৬৬ জন নাগরিক। তাদের প্রত্যেকেরই নমুনা ল্যাবে পাঠানো হয়েছে। ওমিক্রনের আতঙ্ক ছড়িয়ে পড়ার পরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিহ্নিত আটটি দেশকে দেশের সঙ্গে বিমান চলাচল বাতিল করেছে নেপাল সরকার।সবটুকু জানতে ক্লিক করুন

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply